২০২১ সালে মোট ১৩ জন ব্যক্তি নোবেল পুরস্কারে ভূষিত হন। ২০২১ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা নিম্নে দেওয়া হলঃ
০১. চিকিৎসা বিজ্ঞান
ক. ডেভিড জুলিয়াস (যুক্তরাষ্ট্র)
খ. আরডেম পাটাপুটিয়ান (লেবানন)
০২. পদার্থ বিজ্ঞান
ক. সুকুরু মানাবে (জাপান)
খ. ক্লাউস হাসেলমান (জার্মানি)
গ. জর্জিও পারিসি (ইতালি)
০৩. রসায়ন
ক. বেঞ্জামিন লিস্ট (জার্মানি)
খ. ডেভিড উইলিয়াম ক্রস ম্যাকমিলান (যুক্তরাজ্য)
০৪. সাহিত্য
আব্দুলরাজাক গুরনাহ (তানজানিয়া)
০৫. শান্তি
ক. মারিয়া রেসা (ফিলিপাইন)
খ. দিমিত্রি মুরাতভ (রাশিয়া)
০৬. অর্থনীতি
ক. ডেভিড কার্ড (কানাডা)
খ. জোশুয়া ডি অ্যাংরিস্ট (যুক্তরাষ্ট্র)
গ. গুইডো ডব্লিও ইমবেনস (নেদারল্যান্ড)