Search
Close this search box.

শেয়ার বাজার: বাংলাদেশ শেয়ার বাজার

শেয়ার বাজার কি

শেয়ার বাজার এমন একটি স্থান যেখানে বিভিন্ন সসীম দায়বদ্ধ কোম্পানি(পাবলিক লিমিটেড কোম্পানি) যারা স্টক একচেঞ্জে নিবন্ধিত; তাদের শেয়ার কেনা বেচা করা হয়। একে পুঁজি বাজারও বলা হয়। আজকে আমরা বাংলাদেশ শেয়ার বাজার নিয়ে আলোচনা করব। বাংলাদেশে ২টি শেয়ার বাজার আছে। বর্তমানে অনলাইন এ শেয়ার কেনা বেচা হয় যা পূর্বে ঢাকার মতিঝিলে স্টক বিল্ডিং এর নিচতলায় হৈ চৈ র অর্থাৎ একটি করে কোম্পানির নাম ঘোষণা করা হত আর ব্রোকাররা খালি গলায় চিৎকারের মাধ্যমে শেয়ার কিনে নিতেন (অনেকটা নিলাম এর মত) বেচা কেনা হত। স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে বর্তমানে বাজারের পরিস্থিতি ইন্টারনেটের মাধ্যমে দেশের যে কোন স্থান থেকে দেখে নেয়া এমনকি বেচা কেনা করা ও সম্ভব। ঢাকা স্টক এক্সচেঞ্জ সকাল ১০ টা – ২.০০ দুপুর পর্যন্ত কেনাবেচা হয়, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ১০.৩০ থেকে ২.৩০ পর্যন্ত কেনাবেচা চলে। বর্তমানে ব্রোকার হাউসগুলো সাব এজেন্টের মাধ্যমে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যন্ত এই কেনাবেচার গণ্ডিকে সম্প্রসারিত করে।

বাংলাদেশ শেয়ার বাজার নিয়ে বিস্তারিত

ঢাকা স্টক এক্সচেঞ্জ

ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসই বাংলাদেশের প্রধান ও প্রথম শেয়ার বাজার। দ্বিতীয় শেয়ার বাজার হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ডিএসই-এর প্রধান কার্যালয় ঢাকার নিকুঞ্জ এলাকায় অবস্থিত।  ১৯৫৪ সালে এটি গঠিত হয়। ১৮ আগস্ট, ২০১০ তারিখ পর্যন্ত এতে ৭৫০টিরও অধিক তালিকাভূক্ত প্রতিষ্ঠান সম্মিলিতভাবে পুঁজি বাজারে ৫০.২৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে। 

১৯৫২ সালে তৎকালীন পাকিস্তান সরকার তৎকালীন পশ্চিম পাকিস্তানে প্রথম বারের মত স্টক এক্সচেঞ্জের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। সেইসময়কার বাস্তবতায় এই অঞ্চলের একমাত্র স্টক এক্সচেঞ্জ হিসাবে কলকাতা স্টক এক্সচেঞ্জ “পাকিস্তানি” ব্যবসার জন্য শেয়ার এবং সিকিউরিটি লেনদেন নিষিদ্ধ ঘোষণা করলে পাকিস্তানের প্রাদেশিক বাণিজ্য পরামর্শক পরিষদকে একটি স্টক এক্সচেঞ্জ স্থাপনের জন্য প্রয়োজনীয় নীতিমালা নির্ধারণ করার দায়িত্ব দেয়া হয়। বিভিন্ন ধাপ পেরিয়ে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে ১৯৫৯ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ তার ৯/ফ মতিঝিল বাণিজ্যিক এলাকার ঠিকানায় স্থান পায়। ২০১৯ সালে প্রধান কার্যালয় ঢাকার নিকুঞ্জ এলাকায় স্থানান্তরিত হয়।

আরও পড়ুন  ৩০ ফেব্রুয়ারি ইতিহাসের এই দিনে কি হয়েছিল

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশের ২য় শেয়ার বাজার। ১৯৯৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এটি চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত। ১ এপ্রিল ১৯৯৫ – চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়। ৪ নভেম্বর ১৯৯৫ তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করে।

৩০ মে ২০০৪ – ইন্টারনেট ভিত্তিক বাণিজ্য পদ্ধতি অভার দ্য কাউন্টার চালু করে।

সূত্র: উইকিপিডিয়া

শেয়ার বাজার নিয়ে কিছু প্রশ্নের উত্তর:

১। শেয়ার বাজার কী?

উত্তর: শেয়ার বাজার এমন একটি স্থান যেখানে বিভিন্ন সসীম দায়বদ্ধ কোম্পানি(পাবলিক লিমিটেড কোম্পানি) যারা স্টক একচেঞ্জে নিবন্ধিত; তাদের শেয়ার কেনা বেচা করা হয়। একে পুঁজি বাজারও বলা হয়।

২। বাংলাদেশের শেয়ার বাজার কয়টি?

উত্তর: বাংলাদেশের শেয়ার বাজার ২টি।

৩। শেয়ার বাজার কি হালাল?

উত্তর: শেয়ার বাজার হালাল নাকি হারাম সেটি নির্ভর করছে আপনি কোন কোম্পানির শেয়ার ক্রয় করছেন। আপনি যদি হালাল কোম্পানির শেয়ার ক্রয় করেন তাহলে শেয়ার বাজার আপনার জন্য হালাল।

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *