আমরা বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রায় শুনে থাকি বলাৎকার শব্দটি কিন্তু বলাৎকার কি? আপনি জানেন কি! নাকি বলাৎকার এবং ধ’র্ষণ একই শব্দ। এসকল প্রশ্নের উত্তর পাবেন আজকের পোস্টে।
টেলিভিশন বা সংবাদপত্র খুললেই নারী বা কন্যাশিশু ধর্ষণের খবরের পাশাপাশি আরেকটি খবর আশঙ্কাজনকহারে আসছে তা হলো ছেলেশিশুরা ও যৌননিগ্রহ বা বলাৎকার এর শিকার হচ্ছে।এখন প্রশ্ন হলো কন্যাশিশু বা মহিলারা যৌন নিপীড়নের শিকার হলে ধর্ষণের মোকদ্দমা আনা হচ্ছে কিন্ত ছেলে শিশুদের বলাৎকারের ক্ষেত্রেও কি একই আইন প্রজোয্য হচ্ছে?
ধ’র্ষণ বলতে কি বোঝায় তা আমরা সকলেই বুঝি। তাই এর সংজ্ঞা প্রদান আমার আলোচ্য বিষয় নয়,আমার আলোচ্য বলাৎকার বা পুরুষে পুরুষে স’ঙ্গম কে কোথায় অপরাধ বলে চিহ্নিত করা হয়েছে? বলাৎকার কি ধ’র্ষণ হিসেবে বিবেচিত হতে পারে কিনা?হলে কখন বলাৎকারকে ধ’র্ষণ বিবেচনা করে অভিযোগ গঠন করা যায়?
বলাৎকার কি?
বলাৎকার /বিশেষ্য পদ/ বলপ্রয়োগ, ধ’র্ষণ, বলপূর্বক অভিগমন বা সতীত্বনাশ।
বলৎকার শব্দের আভিধানিক অর্থ হলো ধ’র্ষণ। সাধারণত বলৎকার বলতে আমাদের সমাজে বুঝানো হয় ছেলদেরকে জোরপূর্বক ধ’র্ষণ করাকে। কিন্তু মূলত বলৎকার মানে ধ’র্ষণ।
বলাৎকার নারীর ক্ষেত্রেও প্রযোজ্য। এটা একি অর্থ বুঝায় তবে সাধারনত বাংলাতে পুরুষের সাথে অন্য পুরুষ জোরপূর্বক সমকামি করাকে বুঝায়। ধ’র্ষন শব্দটি পুরুষের বেলাতে ঠিক যায় না বলে জেন্ডার ভেদে পার্থক্য বুঝাতে দুই শব্দ একই অর্থে নারী ও পুরুষের ক্ষেত্রে ব্যাবহার হয়।
পুরুষের ইজ্জত বলতে নারীর মতো অতটা গুরুতর ব্যাপার না। একজন পুরুষকে রেপ বা ধ’র্ষন করলে খুব বেশি হলে তার পায়ু পথে রক্তপাত হবে। পায়ুপথের রাস্তা ক্ষতিগ্রস্থ হবে কিন্তু একজন নারীর ক্ষেত্রে তার যো’নী ক্ষতিগ্রস্থ হওয়ার সাথে সাথে সে গর্ভবতীও হয়ে যেতে পারে। অতিরিক্ত রক্তক্ষরনের ফলে সে মারাও যেতে পারে। পায়ুপথের রক্তক্ষরনের চেয়ে যো’নীপথের রক্তক্ষরন মারাত্মক। সেই জন্য ধ’র্ষন বলাৎকারের চেয়ে বেশি গুরুতর অপরাধ।