Search
Close this search box.

মেট্রোরেলের ভাড়ার তালিকা ও সময়সূচী ২০২৪

মেট্রোরেল

বাংলাদেশ মেট্রোরেলের ভাড়ার তালিকা ও সময়সূচী ২০২৪ প্রকাশ করেছে মেট্রোরেল কতৃপক্ষ। নতুন মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করেছে যেখানে, প্রথমবারের মতো প্রতিটি স্টেশনে ট্রেন যাত্রাবিরতি করবে।

দেশের উন্নতির অংশ হিসাবে ২০১১ সালে মেট্রোরেল প্রকল্পের বিল পাস করা হয় এবং ২৮ ডিসেম্বর ২০২২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। পরে ২৯ ডিসেম্বর, ২০২২ জনসাধারণের জন্যে খুলে দেওয়া হয়।

এক নজরে মেট্রোরেলের ভাড়ার তালিকা ও সময়সূচী ২০২৪

 

প্রথমে মেট্রোরেলের ভাড়ার তালিকা দেখুন-

শাহাবাগ থেকে মেট্রোরেলের ভাড়ার তালিকা 

Uttara North- 80
Uttara Center-80
Uttara South-70
Pallabi-60
Mirpur 11-50
Mirpur 10-50
Kazipara-40
Shewrapara-40
Agargaon-30
Bijoy Sarani-20
Farmgate-20
Karwanbazar-20
Shahbag থেকে মেট্রোরেলের ভাড়ার
Dhaka University-20
Bangladesh Secretariat-20
Motijheel-20

আরও পড়ুন  মেট্রোরেল এর এমআরটি এবং র‍্যাপিড পাস পাবেন যেভাবে

মেট্রোরেল চলাচলের সময়সূচি-২০২৪

 

উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন
চলাচলের সময় শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত

  • সকাল ০৭.১০ মিনিট থেকে সকাল ১১.৩০ মিনিট পর্যন্ত Headway ১০ মিনিট;
  • সকাল ১১.৩১ মিনিট থেকে বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত Off Peak Hour এর Headway ১২ মিনিট; এবং
  • বিকাল ০৪.০১ মিনিট থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত Peak Hour এর Headway ১০ মিনিট

বিশেষ নোট:

১. সকাল ৭.১০ মিনিটে এবং সকাল ৭.২০ মিনিটে উত্তরা ‍উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ০২(দুই)টি মেট্রো ট্রেন সকল মেট্রোরেল স্টেশনে থেমে মতিঝিল পর্যন্ত চলছে। এই মেট্রো ট্রেন দুইটিতে শুধুমাত্র MRT/Rapid Pass ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

২. রাত ৮.১৫ মিনিট এবং রাত ৮.৩০ মিনিটে ০২(দুই)টি মেট্রো ট্রেন আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি মেট্রোরেল স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলছে। এই মেট্রো ট্রেন দুইটিতে শুধুমাত্র MRT Pass/Rapid Pass এবং ভ্রমণের দিন রাত ৭.৪৫ মিনিটের পূর্বে ক্রয়কৃত Single Journey Ticket ধারী যাত্রীগণ ভ্রমণ করতে পারবেন। রাত ৭.৪৫ মিনিটের পর সকল টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যায়।

মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন
  শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত

  • সকাল ০৭.৩০ মিনিট থেকে সকাল ১১.৩০ মিনিট পর্যন্ত Headway ১০ মিনিট;

বিশেষ নোট:

সকাল ১১.৪০ মিনিট, সকাল ১১.৫০ মিনিট, দুপুর ১২.০০ ঘটিকা এবং দুপুর ১২.১২ মিনিটে ০৪(চার)টি মেট্রো ট্রেন মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি মেট্রোরেল স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলছে। উল্লেখ্য, মতিঝিল, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট এবং বিজয় সরণি মেট্রোরেল স্টেশন হতে এই মেট্রো ট্রেন চারটিতে যাত্রীগণ শুধুমাত্র MRT Pass/Rapid Pass অথবা ভ্রমণের দিন সকাল ১১.৩০ মিনিটের পূর্বে ক্রয় করা Single Journey Ticket-এ ভ্রমণ করতে পারবেন। সকাল ১১.৩০ মিনিট এর পর এই ০৭(সাত)টি স্টেশন থেকে Single Journey Ticket (SJT) ক্রয় করা যাবে না।

চালু ১৬টি স্টেশনের নাম

  উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল

আরো পড়ুন

1 thought on “মেট্রোরেলের ভাড়ার তালিকা ও সময়সূচী ২০২৪”

  1. Pingback: মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান mcq ২০২৪ - নিউজরুমস২৪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top