জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রায় আমরা সবাই ব্যবহার করি। ফেসবুক নাম অনেক সময় পরিবর্তন করার প্রয়োজন হয় কিন্তু আমরা অনেকেই পরিবর্তন করতে পারি না। আজকে আমরা ফেসবুকের নাম পরিবর্তন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ফেসবুক নাম পরিবর্তন করার নিয়ম জানার আগে কিছু নিতিমালা জানা জরুরি । আপনি যদি একবার ফেসবুক নাম পরিবর্তন করেন তাহলে আগামী ৯০ দিন বা ৩মাসের মধ্যে আর নাম পরিবরজন করতে পারবেন না। আবার অনেক সময় দেখা যায় নামের জায়গায় অপ্রীতিকর প্রতীক ব্যাবহারের কারণে ফেসবুকের নাম পরিবর্তন করা যায় না।
অনেকেই উপরের এই সমস্যা গুলো হলেই ফেসবুকের নাম কিভাবে চেঞ্জ করে এই প্রশ্ন করে বসেন। তাদের জন্য কিছু সমাধান থাকবে একেবা্রে সবার নিচে।
ফেসবুকের নাম পরিবর্তন করার নিয়ম
Toggleফেসবুকের নাম পরিবর্তন করার নিয়ম
ফেসবুক নাম পরিবর্তন নিয়ম জানার আগে দেখুন আপনি কিভাবে ফেসবুক ব্যবহার করেন। ফেসবুক অ্যাপ,ফেসবুক লাইট নাকি কোন ব্রাউজার। এবার নিচের ধাপগুলো অনুসরন করুন।
Android-এর জন্য Facebook-এ আপনার নাম পরিবর্তন করতে
- Facebook-এর উপরের ডানদিকে
-এ ট্যাপ করুন।
- নিচের দিকে স্ক্রোল করে গিয়ে সেটিংস ও প্রাইভেসি-তে ট্যাপ করে সেটিংস-এ ট্যাপ করুন।
- ব্যক্তিগত এবং অ্যাকাউন্টের তথ্য-তে ট্যাপ করুন৷
- নাম-এ ট্যাপ করুন।
- আপনার নাম লিখুন এবং পরিবর্তন রিভিউ করুন-এ ট্যাপ করুন।
- আপনার পাসওয়ার্ড লিখে পরিবর্তনগুলো সেভ করুন-এ ট্যাপ করুন৷
Facebook Lite-এ আপনার নাম পরিবর্তন করতে
- Facebook-এর উপরের ডানদিকে
-এ ট্যাপ করুন।
- নিচের দিকে স্ক্রোল করে সেটিংস-এ ট্যাপ করুন।
- ব্যক্তিগত এবং অ্যাকাউন্টের তথ্য-তে ট্যাপ করুন৷
- নাম-এ ট্যাপ করুন।
- আপনার নামের পাশে আপডেট করুন ট্যাপ করুন।
- আপনার নাম লিখুন এবং পরিবর্তন রিভিউ করুন-এ ট্যাপ করুন।
- আপনার পাসওয়ার্ড লিখে পরিবর্তনগুলো সেভ করুন-এ ট্যাপ করুন৷
ফেসবুকের নাম কিভাবে চেঞ্জ করে?
সর্বশেষ, উপরের যে দুইটি নিয়ম দেখছেন এটি দিয়ে প্রায় সব ধরনের ডিভাইস থেকে আপনার ফেসবুক নাম পরিবর্তন করতে পারবেন। কিছু টিপস, যদি দেখেন আপনার ফেসবুক নাম পরিবর্তন হচ্ছে না তাহলে দেখুন নামের সাথে কোন অপ্রীতিকর প্রতীক দিয়েছেন কি না। যদি দিয়ে থাকেন তাহলে সেটি মুছে নিন।