Search
Close this search box.

নেইমার ছাড়াই পিএসজি ভারসাম্যপূর্ণ: গালটিয়ের

neymer

চলতি মৌসুমে ইনজুরির থাবায় আর মাঠে নামা হচ্ছে না নেইমারের। চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচিয়ে রাখতে কঠিন সমীকরণে থাকা পিএসজির জন্য যা বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। আর এটি মানছেন পিএসজি কোচ ক্রিস্টোফে গালটিয়েরও। যদিও তার বিশ্বাস, নেইমারের অনুপস্থিতিতে পিএসজি আরও ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে।

অ্যাঙ্কলের চোট নেইমারের জন্য নতুন কিছু নয়। একেকবার চোটে পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন তিনি। কেবল পিএসজিতে যোগ দেওয়ার পরই চার বছরে তিনি ৪ বার ইনজুরির কবলে পড়েছেন। এবার ছিটকে গেলেন মৌসুমের বাকি সময়ের জন্য।

চলতি মৌসুমে ক্লাবের জার্সিতে বেশ ছন্দে ছিলেন নেইমার। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ১৮ গোল করেছেন। কিন্তু কাতার বিশ্বকাপ থেকে ফেরার পর লিগে ৮ ম্যাচে মাত্র ২ গোল করেছেন তিনি। বিশ্বকাপেও চোটের কারণে কয়েক ম্যাচ খেলতে পারেননি তিনি

নেইমারের না থাকার বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন কোচ গালটিয়ের। পিএসজি কোচ মনে করেন, এই ফরোয়ার্ডের অনুপস্থিতি আক্রমণভাগকে সমস্যায় ফেললেও তা কাটিয়ে ওঠার সামর্থ্য আছে তাদের।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আজ (বুধবার) রাতে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে পিএসজি। প্রথম লেগের লড়াইয়ে নিজেদের মাঠে ১-০ গোলে হেরে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছে প্যারিস জায়ান্টসের।

আরও পড়ুন  চলতি মৌসুম শেষেই লিওনেল মেসি পিএসজি ছাড়ছেন 

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top