Search
Close this search box.

ব্যাপক বৃষ্টির পূর্বাভাস সৌদিতে, নিরাপদে থাকার পরামর্শ মানুষকে

Soudi Arabia

আগামী সোমবার পর্যন্ত সৌদি আরবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা মহাপরিদপ্তর (ডিজিসিডি)। আজ শনিবার (২ নভেম্বর) দেওয়া সর্বশেষ আপডেটে  মানুষকে বৃষ্টির সময় নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এছাড়া আকস্মিক বন্যা হতে পারে এমন অঞ্চল  বিশেষ করে নিম্নাঞ্চলীয় উপত্যকা থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানিয়েছে তারা।

ব্যাপক ভারী বৃষ্টির পাশাপাশি শিলা, ঝড়ো বাতাসের ব্যাপারে সতর্কতা দিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা । তারা বলেছেন, বৃষ্টি ও বাতাসের কারণে কোথাও কোথাও দৃশ্যমানতা হ্রাস পেতে পারে।

অন্যান্য অঞ্চলের মতো রাজধানী রিয়াদেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানী ও আশপাশের অঞ্চলে পুরো সপ্তাহব্যাপী হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মদিনা, হাইল, তাবুক, আল জাওয়াফ,  আল কাসিম এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকাতেও ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

বৃষ্টির সময় উপত্যকার আশপাশ দিয়ে চলাচল না করতে মানুষকে অনুরোধ করা হয়েছে। এছাড়া আবহাওয়ার নির্দেশনা মানতেও সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মরুর দেশগুলোতে গত কয়েক বছর ধরে অস্বাভাবিক বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। কয়েকদিন আগে সৌদিতে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে অনেক গাড়ি ভাসিয়ে নিয়ে যেতে দেখা যায়।

আরও পড়ুন  জাভিকে বরখাস্ত করার কথা জানায় বার্সা

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top