অনেক নাটকীয়তার পর শেষ হতে চলল জার্ভি হার্নান্দেজেরে বার্সেলোনা অধ্যায়। প্রথমত ব্যর্থতার দায়ভার নিয়ে মৌসুমের মাঝপথে কাতালান ক্লাব ছাড়ার ঘোষণা দেন সাবেক এই তারকা, এরপর বার্সার অনুরোধে ইউটার্ন নিয়ে থেকে যান জাভি, এখন আবার তাকে বরখাস্তই করল বার্সা।
এদিন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তার ডাকে সাড়া দিয়ে সহ-সভাপতি রায়া যুস্তে, স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং জাভির উপস্থিতিতে একটি সভা হয়েছে। সেখানেই সিদ্ধান্ত হয়েছে যে, ২০২৪-২৫ মৌসুমে আর ক্লাবটির কোচ থাকছেন না জাভি। অর্থাৎ জুনে শেষ হতে যাওয়া চলতি মৌসুমই তার বিদায়।
লাপোর্তা বলেন, ‘সে আমাকে বললো থাকবে। আমি জিজ্ঞেস করলাম, দলের প্রতি তার বিশ্বাস আছে কি না, সে বললো আছে। এরপর কী বদলেছে? তাকে দেখে মনে হয়নি চাপের সামনে দাঁড়িয়ে থাকতে পারবে। সংবাদ সম্মেলনে সে নিজের বক্তব্য বদলেছে, স্পোর্টিং ডিরেক্টরের সঙ্গে মিটিংয়েও অনুরোধ করেছে (নতুন খেলোয়াড়ের)। এরপর আমার মনে হয়েছে স্কোয়াডে একটা নতুন কিছু দরকার।’