Search
Close this search box.

পাকিস্তানকে হারিয়ে রশিদ বললেন, ‘বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছি’

afgan

পাকিস্তানের বিপক্ষে জয় আসি আসি করেও যেন আসছিল না আফগানিস্তানের। বেশ কয়েকবার খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো প্রতিবেশীদের হারানোর স্বাদ নিল তারা। ঐতিহাসিক জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করলেন তাদের অধিনায়ক রশিদ খান।

গতকাল শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে আফগানরা। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। নিয়মিত তারকাদের অধিকাংশকে বিশ্রাম দেওয়া পাকিস্তান টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে মাত্র ৯২ রান করতে পারে। জবাবে শুরুর ধাক্কা সামলে ৪ উইকেটে ৯৮ রান তুলে ১৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে আফগানিস্তান।

ম্যাচের পর গণমাধ্যমের কাছে তারকা লেগ স্পিনার রশিদ বলেন, ‘জেতায় আনন্দ লাগছে কারণ, অতীতে আমরা সব সময় তাদের কাছে হেরেছি। কখনও কখনও খুব অল্প ব্যবধানে। জিততে পেরে খুশি এবং আমরা আশা করি, এই মোমেন্টাম ধরে রাখতে পারব।’

‘কেবল এই সিরিজের জন্য নয়, বিশ্বকাপের দিকে এগিয়ে যাচ্ছি বলে আমাদের উন্নতি করতে হবে। এখন থেকেই প্রতিদিন আমাদের চেষ্টা করা দরকার যেন বছরের শেষ নাগাদ (ভারত বিশ্বকাপের আগে পর্যন্ত) , যখন আমরা বিশ্বকাপ খেলতে যাব, তখন আমাদের একটি পুরোপুরি প্রস্তুত স্কোয়াড থাকে।’- তিনি আরও যোগ করেন।

আরও পড়ুন  বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top