Search
Close this search box.

নিউজিল্যান্ডে হোস্টেলে অগ্নিকাণ্ডে নিহত ৬

Fire of NewZealand

নিউজিল্যান্ডে একটি হোস্টেলে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার (১৬ মে) গভীর রাতে দেশটির ওয়েলিংটনের একটি হোস্টেলে আগুন লেগে প্রাণহানির এই ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটি থেকে কয়েক ডজন লোককে উদ্ধার করা হয়েছে। তাদের অনেকের পরিচয় পাওয়া যায়নি। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স।

পুলিশ বলছে, তারা ভবনটিতে প্রবেশ না করা পর্যন্ত মৃতের সংখ্যা নির্দিষ্ট করে বলতে পারবে না। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ওপরের তলায় আগুন দেখতে পান। ভোর ৪টা নাগাদ সেখানে কমপক্ষে ২০টি ফায়ার ট্রাক মোতায়েন করা হয়েছিল।

একজন ব্যক্তি আগুন থেকে বাঁচতে ভবনের তৃতীয় তলা থেকে লাফ দেওয়ার পর গুরুতর আহত হন। তিনি বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কর্তৃপক্ষ ভবনটির ছাদ থেকে অন্তত পাঁচজনকে উদ্ধার করেছে।

আরও পড়ুন  শুক্রবার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top