Search
Close this search box.

চলতি বছর হজযাত্রীদের জন্য সুখবর দিল সৌদি আরব সরকার

হজ

চলতি বছর হজযাত্রীদের ভিসা ইস্যু শুরু করেছে সৌদি আরব সরকার। শুক্রবার (১ মার্চ) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। ৯ মে থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজযাত্রীরা হজ পালন করতে সৌদি আরব যাবেন।

এদিকে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় অতীতে হাজিদের আবাসন সংক্রান্ত অভিযোগ আমলে নিয়ে সংকট নিরসনে মানসম্পন্ন সেবা প্রদানের জন্য একটি কার্যক্রম শুরু করেছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ইতিমধ্যে হজযাত্রীদের থাকার জন্য মক্কায় ১,৮৬০টি আবাসিক ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে বলে জানা গেছে। এই ভবনগুলো আসন্ন হজ মৌসুমে প্রায় ১.২ মিলিয়ন হজযাত্রীদের থাকার ব্যবস্থা করতে পারবে।

আগামী ৮ মে পর্যন্ত ভবনের মালিকদের কাছ থেকে আরও লাইসেন্স আবেদন নেওয়া হবে। এতে চলতি বছর মক্কায় হজযাত্রীদের থাকার জন্য অনুমোদিত আবাসিক ভবনের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

এ ছাড়া চলতি বছরের হজ মৌসুমে নতুন নিয়ম ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ। এ দেশের হজ মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বলেছেন: এখন থেকে সৌদি আরবের পবিত্র স্থানগুলো আর অতীতের মতো বিভিন্ন দেশে বরাদ্দ দেওয়া হবে না।

সৌদি সরকার এর আগে পর্যটক ও স্থানীয়দের চলতি মৌসুমে অনুমতি ছাড়া হজে না যাওয়ার নির্দেশ দিয়েছিল। এই দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মতে, যারা অনুমতি ছাড়া হজ করবেন তাদের ৫০,০০০ সৌদি রিয়াল জরিমানা দিতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকার সমান। যে কেউ মক্কায় অননুমোদিত লোক পরিবহন করতে ধরা পড়লে একই জরিমানাও ভোগ করতে হবে।

মন্ত্রণালয় আরও বলেছে, যে আইন ভঙ্গকারী বিদেশিরা প্রাথমিকভাবে ছয় মাসের কারাদণ্ডের সম্মুখীন হবে। সাজা ভোগ করার পর তাকে দেশে ফেরত পাঠানো হবে এবং আগামী দশ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হবে। এমনকি আইন ভঙ্গকারীদের পরিচয় স্থানীয় প্রেসে প্রকাশ করা হবে যাতে এলাকার সকল বাসিন্দা তাদের চিনতে পারে।

আরও পড়ুন  ভারতে জরুরি অবতরণের অনুমতি না পেয়ে, পাকিস্তানে অবতরণ

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ১৪ জুন পবিত্র হজের মূল কার্যক্রম হতে পারে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭,১৯৮ জন হজে কোটা থাকলেও এ পর্যন্ত ৮৩১৫৫ জন নিবন্ধন করেছেন।

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। সকল আর্থিক ও শারীরিকভাবে সুস্থ মুসলিম নর-নারীর জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু মানুষ হজ পালন করতে মক্কায় যান। এছাড়া সৌদি আরবের স্থানীয়রাও হজে যায়।করোনা বিধিনিষেধ না থাকায় গত বছরের মতো এবারও হজ পালনে পবিত্র মক্কায় লাখ লাখ মুসল্লি সমবেত হবেন।

সূত্র: গালফ নিউজ

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top