Search
Close this search box.

অনার্স ভর্তি রেজাল্ট দেখার নতুন নিয়ম ২০২৪

অনার্স ভর্তি রেজাল্ট

অনার্স ভর্তি রেজাল্ট বা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষের ভর্তি রেজাল্ট খুব শিগ্রই প্রকাশ হবে। ভর্তি ফলাফলে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হতে পারে ঈদের পর থেকে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি দুইটি মেধাতালিকার ফলাফল প্রকাশ করবে। যে সকল প্রার্থী প্রথম মেধাতালিকায় উত্তীর্ণ হবে না তারা ২য় মেধা তালিকার জন্য অপেক্ষা করবে।প্রথম মেধাতালিকায় উত্তীর্ণ প্রার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হবার পর দ্বিতীয় মেধা তালিকা রেজাল্ট প্রকাশিত হবে। দ্বিতীয় মেধা তালিকা রেজাল্ট প্রকাশের পর রিলিজ স্লিপ প্রদান করবে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি।

অনার্স ভর্তি রেজাল্ট দেখার নিয়ম ২০২৪ 

অনার্সে ভর্তি রেজাল্ট দেখার ২টি নিয়ম আছে একটি এসএসএম এর মাধ্যমে ফলাফল দেখা আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখা। নিচে দুইটি পদ্ধতি দেওয়া হয়েছে দেখুনঃ

ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টঃ  

১। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগ ইন করুন http://app1.nu.edu.bd/।
২। আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স আবেদনের আইডি এবং পিন দিয়ে সেখানে সাইন ইন করুন। (আবেদন ফর্মে বা এসএমএস এর মাধ্যমে পিন দেওয়া হয়েছে)
৩। একবার আপনি লগ ইন করলে, আপনি আপনার নাম সহ সমস্ত বিবরণ দেখতে পাবেন।
৪। সেখানে আপনি “ফলাফল” অপশন দেখতে পাবেন, এটিতে ক্লিক করুন। এর পরে, আপনি ফলাফল সম্পর্কে সমস্ত তথ্য দেখতে পাবেন।

এসএমএস এর মাধ্যমে রেজাল্টঃ 

এসএমএসের মাধ্যমে অনার্স ভর্তির ফলাফল ও মেধা তালিকা দেখার নিয়ম নিচে উল্লেখ করা হলো :

১. আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে (nu athn roll no) টাইপ করে অতঃপর 16222 নম্বরে send করতে হবে)। উদাহরনঃ nu athn 356282

২. কিছুক্ষনের মধ্যেই তারা আপনাকে একটি ফিরতি মেসেজ দিবে। যেটাতে আপনার অনার্স এর ভর্তি রেজাল্টের যাবতীয় তথ্য থাকবে।

অনার্স ভর্তির মাইগ্রেশনের ফলাফল

  • আপনার পছন্দকৃত বিষয়ে আসন ফাঁকা থাকলে এসএসসি ও এইচএসসি এর রেজাল্টের ওপর ভিত্তি করে আপনাকে সেই বিষয় দেওয়া হবে।
  • কোন সিট খালি না থাকলে, যে বিষয়ে সিট খালি থাকবে সে বিষয়টি দিবে।মাইগ্রেশনের জন্য শিক্ষার্থীদের কোনরকম ফি দিতে হবে না।
  • মাইগ্রেশন করতে চাইলে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করার সময় অবশ্যই বিষয় পরিবর্তন “Yes” সিলেক্ট করতে হবে।
  • প্রতিবছর অনেক শিক্ষার্থীই বিষয় পরিবর্তনের জন্য আবেদন করে থাকেন । বিষয় পরিবর্তনের ফলাফল আপনার মোবাইলে মেসেজ প্রেরণের মাধ্যমে জানানো হবে।
  • এছাড়া আপনি অনলাইনে লগইন করেও ফলাফল দেখতে পারবেন।মাইগ্রেশানের রেজাল্ট মোবাইল এসএমএস দ্বারা কয়েক মিনিটের মধ্যে দেখতে পারবেন।
আরও পড়ুন  জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের বইয়ের তালিকা-NU Honours 1st Year Book List All Department

প্রশ্নঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কিভাবে দেখব?

উত্তরঃ app1.nu.edu.bd ওয়েবসাইটটিতে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি রেজাল্ট প্রকাশ করা হলে, অনার্স অ্যাপ্লিকেশন রোল ও পিন নাম্বার দিয়ে আপনার ফলাফল যাবে।

প্রশ্নঃ জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট বের করার নিয়ম

উত্তরঃ আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে (nu athn roll no টাইপ করে অতঃপর 16222 নম্বরে send করতে হবে)।

প্রশ্নঃ অনার্স ভর্তি রেজাল্ট দেখার লিংক

উত্তরঃ http://app1.nu.edu.bd/

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top