Search
Close this search box.

গাজীপুরের কলেজের তালা ভেঙে উত্তরপত্র চুরি

গাজীপুর

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ভান্ডার কক্ষের তালা ভেঙে ২০২২ সালের সম্মান (অনার্স) প্রথম বর্ষের পরীক্ষার ১০ বস্তা উত্তরপত্র চুরি হয়েছে।
এ ঘটনায় গত শুক্রবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা করেন কলেজটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান পরীক্ষক সহযোগী অধ্যাপক ইফফাত আরা। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. অনিক (১৮) শ্রীপুর উপজেলার বর্মী সিটপাড়া এলাকার মো. মিজানের ছেলে। মামলার বাদী ইফফাত আরা বলেন, ‘শুক্রবার জুমার পর খবর পাই, স্টোর রুমের তালা ভাঙা হয়েছে। খবর পেয়ে প্রিন্সিপাল স্যার ও আমরা সবাই ঘটনাস্থলে যাই। আমরা দেখি, ১০টা বস্তা খাতা চুরি গেছে। কোনো বস্তাতে ২৫০টি উত্তরপত্র, কোনো বস্তাতে ২৮০টি আবার কোনো বস্তাতে ৩০০ থেকে ৩৫০টি উত্তরপত্র ছিল। অবশ্য কেউ একজন একটি অটোরিকশা করে ১০ বস্তা খাতা পাঠিয়ে দিয়েছে। তবে কে কারা পাঠিয়েছে, তা তিনি বলতে পারেননি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ বি এম আবদুল হান্নান জানান, শুক্রবার বেলা দেড়টার দিকে বিজ্ঞান ভবনের নিচতলায় একটি ভান্ডার কক্ষের মতো আছে। সেখানকার তালা ভেঙে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা চুরি হয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে এলে কলেজেরই এক ছাত্র একটি অটোরিকশা দিয়ে ১০ বস্তা খাতা নিয়ে কলেজ ক্যাম্পাসে আসে। পরে ওই ছাত্রকে পুলিশ গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা বাসন থানার উপপরিদর্শক মো. নাজমুল হক বলেন, খাতা চুরির ঘটনায় অনিক নামের কলেজের এক ছাত্রকে আটক করা হয়েছে। চুরির ঘটনায় তাঁর সঙ্গে আরও কারা জড়িত, তা তদন্ত করে বের করা হচ্ছে। বাসন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১০ বস্তা খাতা উদ্ধার করা হয়েছে। অনিককে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে

আরও পড়ুন  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য-২০২৩

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top