Search
Close this search box.

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ (এসএসসি ২০২৪)

1200px-ডাচ-বাংলা_ব্যাংকের_লোগো.svg

পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় ২০২৪ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে_

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪

প্রয়োজনীয় যোগ্যতা: 

২০২৪ সালে SSC/সমমান পরীক্ষায় উত্তীর্ণ, ন্যূনতম CGPA:

  • ৫.০০ (সিটি কর্পোরেশন এলাকা)।
  • ৪.৮৩ (গ্রামীণ/অপরিকশিত এলাকা)।
  • বর্তমানে অন্যান্য বেসরকারি উৎস থেকে বৃত্তি পাচ্ছেন না (সরকারি বৃত্তি ঠিক আছে)।
  • গ্রামীণ/অপরিকশিত এলাকার শিক্ষার্থীদের (বৃত্তির ৯০%) এবং মেয়ে শিক্ষার্থীদের (বৃত্তির ৫০%) অগ্রাধিকার দেওয়া হয়।
বৃত্তির সুবিধা:
  • আপনার শিক্ষাগত খরচ বহন করার জন্য দুই বছরের জন্য প্রতি মাসে ২৫০০ টাকা পাবেন।
  • পাঠ্যবইয়ের জন্য ২৫০০ টাকা এবং পোশাকের জন্য ১০০০ টাকা বার্ষিক ভাতা পাবেন।
বৃত্তির অন্যান্য নীতিমালা:
  • যে সব ছাত্র-ছাত্রী সরকারী বৃত্তি ব্যতীত অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তারা ডাচ্-বাংলা ব্যাংক-এর শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
  • গ্রামীণ/অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির শতকরা ৯০ ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে।

২০২৪ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ, আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদেরকে অনলাইনে app.dutchbanglabank.com/DBBLScholarship -এই ঠিকানায় নিম্নোক্ত সংযুক্তিসহ আবেদন করার জন্য
অনুরোধ করা যাচ্ছে:

১। আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
২। আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
৩। এস.এস.সি./সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি।

dbbl sholarship 2024

আরও পড়ুন  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top