Search
Close this search box.

আবহাওয়ায় ও বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন কারণে মেট্রোরেল চলাচল বন্ধ

103909_bangladesh_pratidin_bgt

বৈরী আবহাওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান।

মেট্রোরেল চলাচল স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে সরেজমিনে ঘুরে পূর্ব ঘোষণা ছাড়া মেট্রোরেল বন্ধ থাকায় বৃষ্টির মধ্যে চরম ভোগান্তিতে পড়তে দেখা যায় সাধারণ মানুষকে।

যাত্রীরা জানান, সকাল থেকে বৃষ্টির কারণে কোন ঘোষণা ছাড়াই মেট্রোরেল বন্ধ রাখা হয়েছে।

মেট্রোরেলের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে সৃষ্ট ঝোড়ো হাওয়ায় মেট্রোরেলের বিদ্যুৎ সঞ্চালন লাইনে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। এ কারণে প্রথমে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল, পরে চালু করে মাঝপথে থেমে থাকা যাত্রীদের নিকটবর্তী স্টেশনে নামিয়ে দেওয়া হয়। মেট্রো চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

আরও পড়ুন  মোহাম্মদপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top