Search
Close this search box.

ইধিকাকে আবারও দেখা যাবে শাকিবের সঙ্গে

images (13)

প্রিয়তমা’ ছবিতে শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল জুটি বেঁধে দর্শকদের প্রশংসা পেয়েছেন। এই ছবি দিয়েই অধিকারের বড় পর্দায় ক্যারিয়ার শুরু। এরপর দুজনেই ব্যস্ত। তবে আলাদাভাবে। নতুন কোনো কাজে ঐক্যবদ্ধ নয়।

এবার ভক্তদের জন্য নতুন খবর নিয়ে এলো এই দুই তারকা। ফের এক সিনেমায় দেখা যাবে শাকিব-ইধিকাকে। ‘বরবাদ’ শিরোনামের সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন নাট্য পরিচালক মেহেদী হাসান হৃদয়।
দেশীয় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ‘বরবাদ’ শিরোনামে নতুন একটি সিনেমার শুটিং করতে যাচ্ছেন বলে জানা গেছে। এতে আবারও শাকিবের বিপরীতে কলকাতার ইধিকা পালকে দেখা যাবে।

গত ঈদুল ফিতরে শাকিবের ‘রাজকুমার’ সিনেমায় ‘বরবাদ’ শিরোনামে একটি গান ছিল। প্রিন্স মাহমুদের সংগীতায়োজনের এ গানটি বেশ জনপ্রিয়তা লাভ করে। এবার সেই গানের নামেই সিনেমার করছেন শাকিব খান।
সূত্রগুলোর দাবি, আসছে সেপ্টেম্বর থেকে ভারতের রামুজিতে শুরু হবে শুটিং। শাকিব-ইধিকা ছাড়াও সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে মিশা সওদাগর অভিনয় করবেন বলে জানা গেছে।

আরও পড়ুন  আরএফএল কোম্পানিতে এসআর পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top