Search
Close this search box.

ভারতের তাজ হোটেল বাংলাদেশে আসছে

Taj

ভারতের বিখ্যাত তাজ ও ভিভান্ত হোটেল ব্র্যান্ড দেশের হোটেল ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে। এ উপলক্ষে বোরাক রিয়েল এস্টেট ও ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের (আইএইচসিএল) চুক্তি হয়েছে।

১৭ এপ্রিল রাজধানীর শেরাটন হোটেলে বোরাক রিয়েল এস্টেটের সঙ্গে ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের চুক্তি হয়।  চুক্তিতে সই করেন বোরাক রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী এবং আইএইচসিএলের পক্ষে নির্বাহী ভাইস প্রেসিডেন্ট সুমা ভেঙ্কটেশ ও রাজেন্দ্র মিশ্র।

চুক্তির অধীনে আইএইচসিএল রাজধানীর গুলশান-২ এ বোরাক রিয়েল এস্টেটের সঙ্গে যৌথভাবে তাজ অ্যান্ড ভিভান্ত ব্র্যান্ড পরিচালনা করবে। চুক্তির মেয়াদ ৩০ বছর।

অনুষ্ঠানে বোরাক রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী বলেন, আমরা ভারতের শীর্ষ কোম্পানির সঙ্গে চুক্তি করে আনন্দিত। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হোটেল ব্র্যান্ড তাজ ঢাকায় আসবে, মানুষ ঢাকায় ভিভান্ত অভিজ্ঞতা পাবে’।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সিএএবির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান এম আবদুল মাতলুব আহমাদ ও বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি শুভম যাদব।

আরও পড়ুন  অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এজেন্টদের আর্থিক সহায়তা দিলো বিকাশ

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *