Search
Close this search box.

ভালোবাসার ক্যাপশন বাংলা – Best Love Caption Bangla

Love Caption Bangla

ভালোবাসা আমাদেরকে অন্যদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে সাহায্য করে এবং একটি মনের মতো জীবনসঙ্গী খুঁজে পেতে পারে। তাই তো আমরা ভালোবাসার মানুষটিকে Love Caption Bangla দিয়ে তাকে খুশি করে থাকি।

ঠিক এই কারণেই আপনি আর প্রতি কতটা যত্নশীল আপনি তাকে কতোটুকু ভালোবাসেন তা তাকে অনুভব করানোর জন্য নতুন উপায় খুঁজে বের করতে হয়। সেজন্যই আজকে আমরা আপনাদের জন্য love status bangla,নিয়েে আজকের  পোস্টি সাজিয়েছি চলুন তাহলে দেখে আসি।

ভালোবাসার ক্যাপশন বাংলা – Best Love Caption Bangla

এক জীবনে শেষ হবে না আমারই ভালোবাসা,
হাজার জনম চাইগো তোমায় আমারি পাশে এইতো আমার মনের আশা।
ওগো তোমায় পেয়ে ধন্য আমি ধন্য যে আমার প্রান,
তোমার তরে গেয়ে যাবো সারাটি জীবন ভালোবাসারি গান।

ভালোবাসা হলো মূলত রংধনুর মত,
রংধনু যেমন সাতটি রঙ ছাড়া পরিপূর্ন হয় না,
তেমনি বিশ্বাস,রাগ, অভিমান, কষ্ট,আবেগ ছাড়া, ভালোবাসাও পরিপূর্ন হয়না।

স্বপ্ন দিয়ে আকি আমি তোমায় নিয়ে সুখের সীমানা,
হৃদয় দিয়ে খুজি আমি তোমার মনেরই ঠিকান।
ছায়ার মত থাকবো আমি সারাক্ষন শুধু তোমারি পাশে,
যদি বলো ভালো বাসো তুমি আমায়।

ভালোবাসার শুরু আছে শেষ নেই, হয়তো কোন এক দিন ভালোবাসার মানুষটা হারিয়ে যাবে,
তবে ভালোবাসা কখনো হারায় না, বরং ভালোবাসা সব সময় মনের গভীরেই থেকে যায়।

তোমায় আমি বলতে চাই, তুমি ছাড়া আমার প্রিয় আর কেহ নাই!
আমি শুধু ভালবাসি তোমায় আমি, জনম, জনম ধরে ভালবাসতে চাই!

প্রেম ভালবাসা হল এক ধরনের আপেক্ষিক বিষয়।
কারন প্রেম ভালোবাসা কারো জীবনের জন্য তা স্বর্গ সুখ বয়ে আনে,
এবং কাউকে দুখের সাগরে ভাসিয়ে দেয়।

হৃদয়ের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে! ভালবাসি বলতে-
গিয়ে ফিরে, ফিরে আসি! কি করে বুঝাবো তারে- আমি কতটা ভালোবাসি!!

আরও পড়ুন  বামপন্থী রাজনীতি কি? বামপন্থী রাজনীতি বলতে কী বোঝায়

ভালোবাসা আমাদেরকে অন্যদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে সাহায্য করে এবং একটি মনের মতো জীবনসঙ্গী খুঁজে পেতে পারে। তাই তো আমরা ভালোবাসার মানুষটিকে ভালোবাসার স্ট্যাটাস দিয়ে তাকে খুশি করে থাকি।

ঠিক এই কারণেই আপনি আর প্রতি কতটা যত্নশীল আপনি তাকে কতোটুকু ভালোবাসেন তা তাকে অনুভব করানোর জন্য নতুন উপায় খুঁজে বের করতে হয়। সেজন্যই আজকে আমরা আপনাদের জন্য ভালোবাসার স্ট্যাটাস,নিয়েে আজকের ব্লগটি সাজিয়েছি চলুন তাহলে দেখে আসি।

মাঝে মাঝে মনে হয়, তুমি আমার সব। তোমাকে না দেখিলে হয় কষ্ট অনুভব ।
স্বপ্ন বুনি রাশি রাশি, তোমায় নিয়ে দিবানিশি

ঐ নীল আকাশে হাজারো তারার মেলা, মধ্য রাতে হলো চাদের খেলা।
শিশির জলে সকাল ভেজা, ভালোবেসে দেখো আমার প্রেমে কতোই না মজা।

Love Caption Bangla

 

জানিনা কোথায় আছো, কেমন আছো,
শুধু যেদিকেই তাকাই,আমি শুধু তোমাকেই দেখতে পাই.
জানি তুমি আর আসবে না ফিরে,, তবুও তোমার অপেক্ষায় আজও পথ চেয়ে থাকি

তোমার অপেক্ষা থাকতে থাকতে . হয়তো একদিন,,,
মৃত্যু এসে থমকে দিবে।।

তোমারই অপেক্ষায় আজো বসে আছি,
কখন তুমি এসে জড়িয়ে ধরে বলবে. আজো ভালোবাসি তোমায়।

অপেক্ষায় আছি, সারা জীবন অপেক্ষায় থাকবো,
যত দিন বেঁচে আছি তোমাকে মনে রাখবো,
যত কষ্ট হোক সব মেনে নিবো তবুও আমি সারাটি জীবন তোমায় ভালোবেসে যাবো।

  • পৃথিবির সব কিছু সহ্য করা গেলেও
    ভালোবাসর প্রিয় মানুষটিকে অন্য কারো হয়ে যাওয়াটা কখনো সহ্য করা যায় না।
  • কিছু মানুষ কখনোই বুঝবে না,
    তাদের ব্যবহার আর তাদের কাছ থেকে পাওয়া অবহেলায় আমরা কি পরিমাণ কান্না করছি!
  • সত্যি কারো অবহেলা সহ্য করার মতো নয়!
    আর সেটা যদি হয় ভলোবাসার মানুষটি!
    তাহলে তো বেচে থাকার ইচ্ছাটাই শেষ হয়ে যায়!
  • অবহেলা খুব ভয়ঙ্কর একটা জিনিস
    যা একটা জীবিত মানুষেকে তিলে তিলে শেষ করে দেয়।
  • দিনশেষে তুমি আমার হবে, এই বিশ্বাস টা পেলে, আমি কখনই ছেড়ে যাবো না।
    আমি সারাটি জীবন তোমার অপেক্ষায় থাকবো।
  • আমি হাজারো ব্যস্ততার মাঝে প্রিয়োতমা তোমাকে খুজে পাই
    আজও আমি তোমার অপেক্ষায় আছি তোমারই পথ চেয়ে।
  • যদি কখনো আমার কথা মনে পরে, তাহলে কোন কিছু না ভেবে ফিরে এসো।
    আমি আজও তোমার পথ চেয়ে তোমার অপেক্ষায়  বসে আঠি আছি।

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top