জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী ১৩ মার্চ (বৃহস্পতিবার) চার দিনের সফরে ঢাকায় আসছেন। আজ (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহাসচিবের দপ্তর ১৩ থেকে ১৬ মার্চ পর্যন্ত তার আনুষ্ঠানিক বাংলাদেশ সফর নিশ্চিত করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি এ সফরে আসছেন।
এছাড়া, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে এবং ড. ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।