Search
Close this search box.

ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

sulawesi

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের ফলে বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘরের বাইরে ছুটে আসেন, তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইউএসজিএস জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ৫৫ মিনিটে ১০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি ঘটে। তবে দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০ এবং এতে সুনামির কোনো আশঙ্কা নেই।

উত্তর সুলাওয়েসির বাসিন্দারা ভূমিকম্পের পর আতঙ্কিত হয়ে পড়েন। প্রদেশের উত্তর মিনাহাসা জেলার একটি হোটেলে অবস্থানরত ২৫ বছর বয়সী অতিথি গীতা ওয়ালোনি জানান, তিনি ঘুম থেকে উঠে বুঝতে পারেন যে ভূমিকম্প হচ্ছে। তিনি বলেন, “সবকিছু কাঁপছিল, ঘরের জিনিসপত্র নড়াচড়া করছিল। আমি দ্রুত বেরিয়ে আসি, অন্যরাও ঘর থেকে বের হয়ে আসেন। সবাই আতঙ্কে ছিল।”

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারের ওপর অবস্থিত হওয়ায় দেশটি প্রায়ই ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। অঞ্চলটি কয়েকটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প হয়।

এর আগে ২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসিতে ৬.২ মাত্রার ভূমিকম্পে ১০০ জনের বেশি মানুষ মারা যায় এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে।

২০০৪ সালে আচেহ প্রদেশে ৯.১ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্পের ফলে সুনামি সৃষ্টি হয় যা ইন্দোনেশিয়ায় ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটায়।

আরও পড়ুন  কে উড়িয়েছে রাশিয়ার নর্ডস্ট্রিম ১ ও ২ পাইপলাইন

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *