বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে খেলতে পারবেন না লিওনেল মেসি। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি তাকে ছাড়াই দল ঘোষণা করেছেন।
সোমবার মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে পুরো ম্যাচ খেলেছেন মেসি এবং দুর্দান্ত একটি গোলও করেছেন। তবে সমর্থকদের জন্য দুঃসংবাদ হলো তিনি আর্জেন্টিনার দলে নেই।
এর আগে মায়ামির এক ম্যাচে বদলি হিসেবে খেলেছিলেন মেসি। তার আগের তিনটি ম্যাচে বিশ্রামে ছিলেন কারণ টানা খেলার ফলে তার পেশীতে ক্লান্তি দেখা দিয়েছিল। কোচ হাভিয়ের মাসচেরানো বলেছিলেন মেসির কোনো চোট নেই তবে অতিরিক্ত ধকল এড়াতে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে জায়গা হয়নি মেসির। আর্জেন্টিনা দলের মেডিকেল টিম সবসময় মায়ামির চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছে।
আগামী ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে এবং ২৫ মার্চ ব্রাজিলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচে মেসিকে পাওয়া যাবে না তবে ৩০ মার্চ মায়ামির হয়ে তিনি খেলতে পারেন।
বিশ্বকাপ বাছাইপর্বে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা এখন তালিকার শীর্ষে রয়েছে।