ইনস্টাগ্রাম আবারও এক নতুন ফিচার নিয়ে হাজির! এবার তাদের লক্ষ্য বন্ধুদের মধ্যে রিল শেয়ারের কষ্ট কমানো। কারণ, হাত খুলে কাউকে রিল পাঠানোর দিন বুঝি শেষ! ইনস্টাগ্রাম নিয়ে এসেছে “ব্লেন্ড” যা আপনাকে আর আপনার বন্ধুকে একই রিল ফিড দেখাবে।
ধরুন আপনার এক বন্ধু কুকুরের ভিডিও দেখতে ভালোবাসে আর আপনি পছন্দ করেন ট্রাভেল ভ্লগ। স্বাভাবিকভাবেই আপনাদের ইনস্টাগ্রাম ফিড একদম আলাদা হবে। কিন্তু ব্লেন্ড বলছে না ভাই আলাদা আলাদা কেন? আমরা সব একসাথে মিশিয়ে দিই।
এখন থেকে আপনার ও আপনার বন্ধুর আগ্রহের মিশ্রণে একটি আলাদা ফিড তৈরি হবে যেখানে ইনস্টাগ্রামের এআই আপনাদের দু’জনের জন্য রিল সাজিয়ে দেবে। তার মানে আপনি কুকুরের রিল দেখতে দেখতে হঠাৎ বন্ধুর পাঠানো “কীভাবে ৩ দিনে ইউরোপ ভ্রমণ করবেন” টাইপ ভিডিও দেখতে পাবেন।
এখন ইনস্টাগ্রামে যা হয় আপনি মজার একটা রিল দেখলেন সঙ্গে সঙ্গে বন্ধুকে পাঠালেন। বন্ধু হাসলো, রিপ্লাই দিল, আর সম্পর্কটা আরও শক্ত হলো। কিন্তু ব্লেন্ড বলছে শেয়ার করার ঝামেলা কেন? আমি নিজেই দেখিয়ে দেব।
এটা ভালো নাকি খারাপ তা একদম আপনা আপনিই বুঝতে পারবেন
ভালো দিক: বন্ধুর পছন্দের ভিডিও আগে থেকে স্ক্রল করলেই পাওয়া যাবে।
খারাপ দিক: আপনার ব্যক্তিগত পছন্দে অনধিকার চর্চা।
কল্পনা করুন আপনার এক বন্ধু প্রতিদিন “ডায়েট” নিয়ে ভিডিও দেখে। আপনি কেবল মজা করে কিছুদিন ধরে পিৎজা আর বার্গারের রিল দেখছিলেন। এখন ব্লেন্ড ঠিক কী করবে? একে একে আপনাদের দু’জনকে একসঙ্গে স্বাস্থ্যকর খাবারের সাথে বার্গারের ভিডিও উপহার দেবে।
আর সবচেয়ে বড় আতঙ্ক আপনি হয়তো এমন কিছু রিল দেখছেন যা আপনার বন্ধুর চোখে পড়ুক তা আপনি একদমই চান না, ব্লেন্ড সেটাও দেখাবে?
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এতটাই এক্সাইটেড যে তিনি নিজেই বলেছেন এই ফিচারটা দারুণ হতে চলেছে!
অবশ্য উনি সব নতুন ফিচার নিয়েই এমনটা বলেন তাই আমাদেরও একটু সন্দেহ হচ্ছে!
আপনার এবং আপনার বন্ধুর পছন্দ একেবারে মিলে গেলে এই ফিচার অসাধারণ হতে পারে! তবে, যদি আপনার বন্ধুর রিলের পছন্দ একটু আজব হয় তাহলে?
তাই আপনি কী ব্লেন্ড ট্রাই করবেন? নাকি পুরনো স্টাইলে রিল শেয়ার করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন?