Search
Close this search box.

কয়লা সংকট, ৫ দিন ধরে উৎপাদন বন্ধ রামপাল বিদ্যুৎ কেন্দ্রে

electricity

কয়লা সংকটে ৫ দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে বাগেরহাটের রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে। গত ২৩ এপ্রিল থেকে বন্ধ রয়েছে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। মূলত ডলার সংকটে কয়লা আমদানি করতে না পারায় এ সংকট সৃষ্টি হয়েছে।

তবে সপ্তাহ খানেকের মধ্যে আবারও উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ বলছে।

এর আগে চলতি বছরের ১৪ জানুয়ারি কয়লা সংকটের কারণে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর কয়লা সরবরাহ স্বাভাবিক হওয়ার এক মাসের মাথায় আবার উৎপাদনে ফেরে বিদ্যুৎকেন্দ্রটি।

পরে ১৫ এপ্রিল রাত থেকে যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয় এ মেগা প্রকল্পের উৎপাদন। তিনদিন বন্ধ থাকার পরে ১৮ এপ্রিল সচল হয় কেন্দ্র।

বাংলাদেশ-ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, কয়লা আনার জন্য প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ৩ মের দিকে আবারও উৎপাদন শুরু করতে পারব বলে আশা করছি।

আরও পড়ুন  সেপটিক ট্যাংকে বাবার মাংসের টুকরো পাওয়া গেছে শুনে যা বললেন

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top