Search
Close this search box.

ঢাকায় ‘যাকাত ফেয়ার’ শুরু শনিবার

jakat

‘মেকিং অ্যা ডিফারেন্স উইথ যাকাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১১ মার্চ (শনিবার) থেকে ঢাকায় শুরু হচ্ছে দু‌ই দিনব্যাপী যাকাত ফেয়ার। রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি কমিউনিটি সেন্টারে ১১তম এই ফেয়ারের উদ্বোধন করবেন ইকোনমিক রিসার্চ গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) উদ্যোগে ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত ফেয়ারে স্পন্সর হিসেবে রয়েছে এক্সিম ব্যাংক, রহিমআফরোজ, কোহিনুর ক্যামিকেল, রহিম স্টিলসহ দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান।

এছাড়া বিভিন্ন যাকাত প্রতিষ্ঠানের স্টলসহ ফেয়ারে যাকাত কনসালটেশন ডেস্ক, বিভিন্ন ইসলামিক বইয়ের স্টল থাকবে। যাকাত ফেয়ার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর পল্ট‌নে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যাকাত ফেয়ার আয়োজনের ঘোষণা দেন ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্য সচিব এ এম এম নাসির উদ্দিন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান এবং রহিমআফরোজ গ্রুপের ডিরেক্টর নিয়াজ রহিম, সাবেক সচিব আরাস্তু খান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল ম‌জিদ ও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

আরও পড়ুন  ব্যাংকিং সেবায় হয়রানি, ‘১৬২৩৬’ নম্বরে ফোনেই প্রতিকার

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top