রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক লিমিটেড মোবাইল অ্যাপস ই-জনতা চালু করেছে। চালুর পর থেকে এখন পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি গ্রাহক অ্যাপসটি ব্যবহার করেছেন। আর লেনদেন হয়েছে ২২ কোটি টাকার মতো।
ব্যাংক সূত্রে জানা গেছে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে গুগল প্লে-স্টোর থেকে ই-জনতা ডাউনলোডের পর অ্যাপসটি চালুর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ইউজার ভেরিফাইসহ পাঁচটি ধাপে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য ১৩ সংখ্যার অ্যাকাউন্ট নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর, অ্যাকাউন্টে ব্যবহৃত মোবাইল নম্বর, ই-মেইল আইডি ও আনুষঙ্গিক তথ্য দিয়ে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
জাতীয় পরিচয়পত্রের চেহারা পরিচিতির (ফেস রিকগনিশন) সঙ্গে অ্যাপসের মাধ্যমে তোলা ব্যক্তির ছবির মিল পাওয়া গেলে অ্যাপসটি ব্যবহারের পরবর্তী ধাপের অনুমোদন পায়। পরে গ্রাহক ছয় সংখ্যার গোপন পিন নম্বর সংযুক্ত করে অ্যাপসটি ব্যবহার করতে পারবেন।
এ বিষয়ে জনতা ব্যাংকের এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ বলেন, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাংকিং সেবা দ্রুততর, নিরাপদ ও সহজ করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। গ্রাহক সন্তুষ্টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেশ ও জনগণের পাশে থেকে অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে জনতা ব্যাংক লিমিটেড। —বিজ্ঞপ্তি