Search
Close this search box.

অটোমেটেড চালান সিস্টেমে শতাধিক সরকারি ফি পরিশোধ

বিকাশ অ্যাপ

বিকাশের মাধ্যমে সহজেই এখন পরিশোধ করা যাচ্ছে পাসপোর্ট ফি, এনবিআর ট্যাক্স, ল্যান্ড ট্যাক্স, জাতীয় পরিচয়পত্র সংশোধন, জন্ম নিবন্ধনসহ ১৩০টিরও বেশি সরকারি ফি। ফি পরিশোধের সঙ্গে সঙ্গেই ঘরে বসেই গ্রাহকরা চালান ডাউনলোড করতে পারছেন।

বিকাশ অ্যাপের পে বিল অপশনের ‘সরকারি ফি’ আইকন থেকেও পরিশোধ করা যাচ্ছে ভুমি সেবা, জাতীয় পরিচয়পত্র, সিটি করপোরেশন, পৌরসভাসহ বেশকিছু সরকারি সেবার ফি।

ফি দেয়ার জন্য অটোমেটেড চালান সিস্টেমের (https://ibas.finance.gov.bd/acs) ওয়েবসাইটে লগ-ইন করে নির্দিষ্ট সার্ভিসটি সিলেক্ট করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে মোবাইল ব্যাংকিং অপশন থেকে বিকাশ সিলেক্ট করে ফি দেয়া যাবে। পেমেন্ট হয়ে গেলে গ্রাহকরা তাৎক্ষণিক চালান ডাউনলোড করে ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে পারবেন।

উল্লেখ্য, অনলাইনে সরকারি সেবা নেয়ার ক্ষেত্রে বিকাশের মাধ্যমে ফি পরিশোধ সেবা সারা দেশের মানুষের কাছে এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। —বিজ্ঞপ্তি

আরও পড়ুন  জাপানের সেরা ১০ টি বড় কোম্পানির নাম।

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top