Search
Close this search box.

নতুনদের জন্য চমৎকার কিছু বিজনেস আইডিয়া

বিজনেস আইডিয়া

বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে চাকরি পাওয়া অনেক কঠিন। সেখানে দাঁড়িয়ে অনেকেই আবার অন্যের অধীনে কাজ করতে চায় না। তাছাড়া ব্যবসাতেও চলছে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার সময়ে দেখা গেছে যারা আনকমন বা ইউনিক ব্যবসা করে তাদের ব্যবসায় সফলতা আসে বেশি।

এসব কিছু বিবেচনায় অনেকে ইউনিক ব্যবসার কথা চিন্তা করে। তবে কোথা থেকে শুরু করবে বা কি কাজ করবে যা অন্যদের থেকে ইউনিক হবে এসব বুঝতে পারে না। আজকে কিছু বিজনেস আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যেগুলো আপনি ঘরে বসে অনলাইনে অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন।

চমৎকার কিছু বিজনেস আইডিয়া

বর্তমানে লাভজনক ব্যবসার অভাব নেই। একটু বুদ্ধি খাটিয়ে মার্কেট পর্যালোচনা করলেই বহু ইউনিক ব্যবসার আইডিয়া পেয়ে যাবেন। আপনাকে ব্যবসায় লাভবান হতে হলে অবশ্যই গতানুগতিক ব্যবসা ছেড়ে ইউনিক বিজনেস শুরু করতে হবে। আজকের এই লেখায় চমৎকার কিছু বিজনেস আইডিয়া শেয়ার করা হয়েছে; এরমধ্যে থেকে আপনি নিজের পছন্দের ব্যবসাটি শুরু করতে পারেন।

কেক মেকিং

বর্তমানে মানুষ যেকোনো আনন্দ উৎসব পালন করে কেক কাটার মাধ্যমে। যেকোনো ধরণের ছোট বড় অনুষ্ঠানে কেক কাটা আছেই। তাই দিন দিন কেকের চাহিদাও বাড়ছে। এমতাবস্থায় কেকের ব্যবসা অনেক লাভজনক হতে পারে।

কেকের ব্যবসা আপনি অনলাইন অফলাইন দুইভাবেই করতে পারবেন। অনলাইনে আপনি নিজস্ব পেজের মাধ্যমে কেক বিক্রি করতে পারবেন। তাছাড়া আপনার নিজস্ব পেজে কেকের ডেকোরেশন, কেক মেকিং এসবের ভিডিও বা টিউটোরিয়াল আপলোড করেও উপার্জন করতে পারবেন।

হ্যান্ড ক্রাফট

হ্যান্ড ক্রাফট হলো হাতে তৈরি বিভিন্ন জিনিস যা সাধারণত তৈরি করা হয় রিসাইকেলের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে। হাতে তৈরি এই ক্রাফট হতে পারে ঘর সাজানোর বিভিন্ন জিনিস, গহনা বা জামা।

এসব ঘরে নিজের হাতে বানিয়ে অনলাইন অফলাইনে বিক্রি করা যায়। সৌন্দর্যপ্রেমি মানুষের কাছে হ্যান্ড ক্রাফটের জিনিসপত্র বিক্রি করে আপনি অনায়াসেই লাভবান হতে পারবেন।

আরও পড়ুন  ‘স্মার্ট বাংলাদেশের জন্য ছোট ছোট বিনিয়োগ বাড়াতে হবে’

পার্লার ব্যবসা

বর্তমানে নারীরা হয়ে উঠছে সৌন্দর্যপ্রেমি। নিজেদেরকে সুন্দর দেখাতে আর হেলদি স্কিনের আশায় তারা পার্লারের সাহায্য নিচ্ছে। তাছাড়া বিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানে সাজ গোজ তো আছেই। তাই ইউনিক বিজনেস আইডিয়ার মধ্যে পার্লারও একটি হতে পারে।

বিউটি প্রোডাক্টসের ব্যবসা

বর্তমানে বিউটি প্রোডাক্টসের চাহিদা বাড়ছে। আশা করা যায় ভবিষ্যতে এর চাহিদা আরো বাড়বে। তাই অনলাইন অফলাইনে বিউটি প্রোডাক্টসের ব্যবসা অনেক লাভজনক হবে।

ই-কমার্স

ই-কমার্স মূলত ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা বিক্রি করা। ই-কমার্স করার মাধ্যমে আপনি ইন্টারনেটের মাধ্যমে আপনার পণ্য বিক্রি করতে পারেন। মানুষ এখন অনলাইন ভিত্তিক হওয়ার ফলে ই-কমার্স ব্যবসা একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে।

হাতে গহনা তৈরি

সৌন্দর্যপ্রিয় মানুষের দিন দিন ঝোঁক বাড়ছে হাতের তৈরি বিভিন্ন গহনার প্রতি। যেমন গায়ে হলুদের ফুলের আর্টিফিশিয়াল গহনা, ফাল্গুনী গহনা, কাঠের তৈরি গহনা, মাটির তৈরি গহনা ইত্যাদি।

এগুলো হাতে যত্নসহকারে তৈরি করা হয়। ফলে এগুলোর চাহিদা এখন অনেক বেশি। মানুষ এগুলোকে অনলাইন অফলাইন দুই জায়গা থেকেই কিনে। আপনি চাইলে অনলাইন অফলাইন দুই জায়গাতেই হাতে তৈরি গহনার ব্যবসা নিতে পারেন।

ই-বুক বিক্রি করা

বই মানুষের সবসময়ই প্রিয়। বইপ্রেমী মানুষেরা সবসময়ই বইয়ের সন্ধানে ঘুরে। চোখের সামনে বই দেখলেই কিনতে মন চায় তাদের। কেমন হবে যদি অনলাইন ঘাটতে ঘাটতে সে তার পছন্দের একটা বই খুঁজে পায়?

ই-বুক হলো ইলেক্ট্রনিক বইয়ের সংক্ষিপ্ত রূপ। আপনি ই বুকের সাইট তৈরি করে উপার্জন করতে পারেন।

হোম মেড মসলা বিক্রি করা

বর্তমানে প্রায় সব খাবারেই মেশানো হচ্ছে ভেজাল। তেমনি মসলাতেও মেশানো হয় বিভিন্ন পাউডার আর তাকে আকর্ষণীয় করার জন্য মেশানো হয় বিভিন্ন রং। এসব কারণে মানুষের বাজারের খোলা মসলার প্রতি আস্থা উঠে গেছে।

এই দিক দিয়ে মানুষ খাঁটি মসলা পাওয়ার জন্য বাড়িতে তৈরি মসলার সাহায্য নিচ্ছে। তবে অনেকে এটা নিজে তৈরি করে নেওয়াটা ঝামেলা মনে করেন। তাই বিশ্বাসযোগ্য কারোর কাছ থেকে হোম মেড মসলা ক্রয় করতেই বেশি সাচ্ছন্দ্য বোধ করেন।

আরও পড়ুন  দাম কমেছে সোনার

আমার কথাগুলোর মানে কি এতক্ষণে আপনি হয়ত বুঝে গেছেন। হুম আমি হোম মেড মসলা বিক্রিকে ইউনিক বিজনেস আইডিয়ার দলে রাখতে চাই। এটা আপনি অনলাইন অফলাইন ব্যবসা হিসেবে বেছে নিতে পারেন আপনি যদি সততার সাথে হোমমেড মসলা বিক্রির ব্যবসা করেন তাহলে আপনার সফলতা নিশ্চিত।

হ্যান্ড পেইন্ট জামা বিক্রি করা

হ্যান্ড পেইন্ড জামার মধ্যে পড়ে শাড়ি, কাপল ড্রেস, বাচ্চাদের জামা, পাঞ্জাবি ইত্যাদি। আগেই বলেছি মানুষ সৌন্দর্যপ্রেমী। সেই সৌন্দর্যের খাতিরে বিভিন্ন জামায় হাতের কাজ অনেক পছন্দ করে। ভবিষ্যতে এর চাহিদা আরো বাড়বে। জামায় ফেব্রিক্স বা সুতোর কাজ জামাকে অসম্ভব সুন্দর করে তুলে। তাই আপনি এই কাজগুলো আয়ত্ত করে অনলাইন অফলাইনে ব্যবসা শুরু করে দিতে পারেন।

উল্লেখিত প্রতিটি বিজনেস আইডিয়া আপনি অনলাইন বা অফলাইনে করতে পারবেন। তাহলে সময় নষ্ট না করে শুরু করে দিন আপনার ব্যবসায়।

আরো পড়ুন

1 thought on “নতুনদের জন্য চমৎকার কিছু বিজনেস আইডিয়া”

  1. Pingback: সেরা ৫টি মোটিভেশনাল বই পিডিএফ ডাউনলোড - নিউজরুমস২৪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top