Search
Close this search box.

আর্থিক স্বচ্ছলতা আনতে কাজ করে যাচ্ছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

দেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশবাসীর অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, আমরা বহুমুখী কর্মসূচির মাধ্যমে প্রতিটি মানুষের আর্থিক স্বচ্ছলতা আনতে কাজ করে যাচ্ছি।

শুক্রবার টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দরিয়ারকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচনের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে আমরা অনেক উদ্যোগ নিয়েছি। সরকারি কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন হলে এদেশে কেউ আর গরিব থাকবে না।

তিনি ক্ষুদ্র সঞ্চয় নিশ্চিত করতে এবং দেশের উন্নয়নে সহায়তা করতে সারা বাংলাদেশে সমবায় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একই সঙ্গে প্রতিটি জেলায় সমবায় সমিতি স্থাপন করে ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং দারিদ্র্য দূর করতে আওয়ামী লীগ নেতাদের প্রতি আন্তরিক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন: “সবাই যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সে জন্য আমরা কাজ করছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতির জনকের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

আরও পড়ুন  আখের রস খাওয়ার উপকারিতা

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top