বর্তমানে বিশ্বের ৪৪ টি দেশের নিজস্ব কোন সমুদ্রবন্দর নেই। যার ফলে এসব দেশকে পণ্য পরিবহনের জন্য পার্শ্ববর্তী বা অন্য কোন দেশের উপর নির্ভর করতে হয়। নিম্নে সমুদ্রবন্দরবিহীন দেশের তালিকা দেওয়া হলো:-
এশিয়া:-
০১. কাজাখস্থান
০২. কিরগিজস্তান
০৩. উজবেকিস্তান
০৪. তাজিকিস্তান
০৫. তুর্কমেনিস্তান
০৬. আজারবাইজান
০৭. আর্মেনিয়া
০৮. মঙ্গোলিয়া
০৯. লাওস
১০. আফগানিস্তান
১১. নেপাল
১২. ভূটান
ইউরোপ:-
০১. অষ্ট্রিয়া
০২. হাঙ্গেরি
০৩. সুইজারল্যান্ড
০৪. বেলারুশ
০৫. সার্বিয়া
০৬. লুক্সেমবার্গ
০৭. চেক প্রজাতন্ত্র
০৮. মলদোভা
০৯. স্লোভাকিয়া
১০. ভ্যাটিকান সিটি
১১. সান মেরিনো
১২. মেসিডোনিয়া
১৩. কসোভো
১৪. অ্যান্ডোরা
১৫. লিচটেনস্টাইন
আফ্রিকা:-
০১. মালি
০২. নাইজার
০৩. চাঁদ
০৪. মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র
০৫. রুয়ান্ডা
০৬. বুরুন্ডি
০৭. মালায়ি
০৮. বুরকিনা ফাসো
০৯. জাম্বিয়া
১০. বতসোয়ানা
১১. জিম্বাবুয়ে
১২. উগান্ডা
১৩. সোয়াজিল্যান্ড
১৪. লেসোথো
১৫. ইথিওপিয়া
১৬. দক্ষিণ সুদান
দক্ষিণ আমেরিকা:-
০১. প্যারাগুয়ে
০২. বলিভিয়া