বাংলাদেশের স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুলোর মাঝে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অন্যতম। বাংলাদেশের শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে আছে এই বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় , বুয়েট এর পরেই শিক্ষার্থীদের কাছে এক অনন্য স্বপ্নের নাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা চবি । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২০২৪ সম্পর্কে বিস্তারিত জানতে এই পোস্ট সম্পূর্ণ পড়ুন। প্রথমে বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু তথ্য জেনে নিন, আজ থেকে প্রায় ৫৭ বছর পূর্বে ১৯৬৬ সালের ১৮ নভেম্বর ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (UGC) এর অধীনে কার্যক্রম শুরু করে চবি। চট্টগ্রাম শহর থেকে প্রায় ২২ কিলোমিটার (১৪ মাইল) দূরে পাহাড়ের পাদদেশে ২১০০ একর (৮৫০ হেক্টর) জায়গা জুড়ে প্রকৃতির এক অনন্য লীলাভূমিতে জ্ঞানের এই অবাধ শাখা চবি তথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান।
Table of Contents
Toggleচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২০২৪
চবি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় মোট ১০০ নাম্বারে এর মাঝে পাস মার্ক হলো ৪০। এস.এস.সি সমমান এবং এইচ.এস.সি/সমমানের জিপিএ এর উপর ২০ নাম্বার নির্ধারিত থাকে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের সাথে জিপিএ এর নাম্বার যোগ করে ফলাফল ও মেধাতালিকা প্রকাশ করে চবি প্রশাসন। উল্লেখ্য কোটায় আলাদা করে মেধাতালিকা প্রকাশ করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন ও পরীক্ষার তারিখ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার বিভাগের এক ভার্চুয়াল মিটিং শেষে চবির সমাজবিজ্ঞান বিভাগের ডিন বলেছেন এর ভর্তি পরীক্ষা ২-১০ মার্চ অনুষ্ঠিত হবে। তবে কবে থেকে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হবে এ বিষয়ে মিটিং এ সিদ্ধান্ত কোনো হয়নি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার ইউনিট তথ্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ( CU) প্রতি বছর মোট ৬টি ইউনিটে ভর্তি পরীক্ষার আয়োজন করে থাকে, এর মাঝে রয়েছে চারটি ইউনিট এবং দুটি উপ ইউনিট।
১। A ইউনিট তথা বিজ্ঞান বিভাগের সকল বিভাগ, ইনস্টিটিউট, জীববিজ্ঞান অনুষদের সকল বিভাগ ও ইনস্টিটিউট এবং মেরিন সায়েন্স এন্ড ফিসারিজ এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের সকল বিভাগ ও ইনস্টিটিউট সমূহ এর অন্তর্ভুক্ত।
২। B ইউনিট তথা কলা ও মানববিদ্যা অনুষদের সকল বিভাগ ও ইনস্টিটিউট এর অন্তর্ভুক্ত নাট্যকলা বিভাগ , চারুকলা ইনস্টিটিউট ও সঙ্গীত বিভাগ ব্যতিত।
৩। B1 উপ-ইউনিট এর অধীনে কলা ও মানববিদ্যা অনুষদের নাট্য কলা বিভাগ, চারুকলা ইনস্টিটিউট এবং সঙ্গীত বিভাগ অন্তর্গত।
৪। C ইউনিট এর অন্তর্ভুক্ত হলো বিবিএ তথা ব্যবসায় প্রশাসন অনুষদের সকল বিভাগ সমূহ।
৫। D ইউনিট তথা সমাজ বিজ্ঞান অনুষদের সকল বিভাগ ও ইনস্টিটিউট , আইন অনুষদের আইন বিভাগ ও জীববিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ ও মনোবিজ্ঞান বিভাগ এর অন্তর্ভুক্ত।
৬। D1 উপ-ইউনিট এর অন্তর্গত হলো শিক্ষা অনুষদের ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস সায়েন্স বিভাগ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষার মানবন্টন প্রতিটা ইউনিট এর জন্য আলাদা আলাদা ভাবে নির্ধারিত।
চবি A ইউনিট মানবন্টন
গণিত – ২৫
পদার্থবিজ্ঞান – ২৫
জীববিজ্ঞান – ২৫
রসায়ন – ২৫
(যেকোনো তিনটি বিষয়ে উত্তর করতে হবে)
ইংরেজি – ১৫
বাংলা – ১০
চবি B ইউনিট ও B1 উপ-ইউনিট এর মানবন্টন
বাংলা – ৩৫
ইংরেজি – ৩৫
সাধারণ জ্ঞান – ৩০
চবি C ইউনিট মানবন্টন
ইংরেজি – ৪০
গণিত – ৩০
আইসিটি – ১৫
সাধারণ জ্ঞান – ১৫