Search
Close this search box.

তীব্র তাপদাহের কারণে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ঘোষণা

মাধ্যমিক পর্যায়ের স্কুল বন্ধের ঘোষণা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তীব্র তাপদাহের কারণে সারাদেশের সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে। শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সারাদেশের উপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২৮ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা যাচ্ছে যে, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া দপ্তরের পরামর্শক্রমে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ২৫.৪.২০২৪ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বর্ধিত করা হলো। ২৬.০৪.২০২৪ শুক্রবার ও ২৭.০৪.২০২৪ তারিখ শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী ২৮.৪.২০২৪ তারিখ রবিবার যথারীতি খুলবে। তবে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ আদেশ পরিবর্তিত হতে পারে।

তীব্র তাপদাহের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাফেরার জন্য সকলকে পরামর্শও দেয়া হলো।

আরও পড়ুন  পিইসি-জেএসসি পরীক্ষা বাতিল নিয়ে সামাজিক মাধ্যমে ভুয়া খবর

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top