Search
Close this search box.

বাংলাদেশের ক্ষুদ্রতম সবকিছু ।

বাংলাদেশের ক্ষুদ্রতমঃ

০১. ইউনিয়ন (আয়তনে)

উত্তরঃ হাজীপুর (দৌলতখান,ভোলা)

০২. ইউনিয়ন (জনসংখ্যায়)

উত্তরঃ হাজীপুর (দৌলতখান,ভোলা)

০৩. থানা (আয়তনে)

উত্তরঃ কোতোয়ালি (ঢাকা)

০৪. থানা (জনসংখ্যায়)

উত্তরঃ বিমানবন্দর (ঢাকা)

০৫. উপজেলা (আয়তনে)

উত্তরঃ শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)

০৬. উপজেলা (জনসংখ্যায়)

উত্তরঃ থানচি (বান্দরবন)

০৭. পৌরসভা (আয়তনে)

উত্তরঃ বানারিপাড়া (বরিশাল)

০৮. পৌরসভা (জনসংখ্যায়)

উত্তরঃ কোটালিপাড়া (গোপালগঞ্জ)

০৯. সিটি কর্পোরেশন (আয়তনে)

উত্তরঃ সিলেট

১০. সিটি কর্পোরেশন (জনসংখ্যায়)

উত্তরঃ কুমিল্লা

১১. নদী

উত্তরঃ গোবরা

১২. জেলা (আয়তনে)

উত্তরঃ নারায়ণগঞ্জ

১৩. জেলা (জনসংখ্যায়)

উত্তরঃ বান্দরবন

১৪. বিভাগ (আয়তনে)

উত্তরঃ ময়মনসিংহ

১৫. বিভাগ (জনসংখ্যায়)

উত্তরঃ বরিশাল

১৬. হাওড়

উত্তরঃ বুরবুক (সিলেট)

আরও পড়ুন  অফিসার পদে নিয়োগ দেবে এনসিসি ব্যাংক

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top