বাংলাদেশের বৃহত্তমঃ
০১। জেলা (আয়তনে)
উত্তরঃ রাঙ্গামাটি
০২. জেলা (জনসংখ্যায়)
উত্তরঃ ঢাকা
০৩. উপজেলা (আয়তনে)
উত্তরঃ শ্যামনগর (সাতক্ষীরা)
০৪. উপজেলা (জনসংখ্যায়)
উত্তরঃ গাজীপুর সদর
০৫. থানা (আয়তনে)
উত্তরঃ শ্যামনগর (সাতক্ষীরা)
০৬. থানা (জনসংখ্যায়)
উত্তরঃ গাজীপুর সদর
০৭. বিভাগ (আয়তনে)
উত্তরঃ চট্টগ্রাম
০৮. বিভাগ (জনসংখ্যায়)
উত্তরঃ ঢাকা
০৯. গ্রাম
উত্তরঃ বানিয়াচং, হবিগঞ্জ
১০. পৌরসভা (আয়তনে)
উত্তরঃ বগুড়া সদর
১১. পৌরসভা (জনসংখ্যায়)
উত্তরঃ বগুড়া সদর
১২. ইউনিয়ন (আয়তনে)
উত্তরঃ সাজেক,বাঘাইছড়ি,রাঙ্গামাটি
১৩. ইউনিয়ন (জনসংখ্যায়)
উত্তরঃ ধামসোনা,সাভার,ঢাকা
১৪. স্থলবন্দর
উত্তরঃ বেনাপোল,যশোর
১৫. বাঁধ
উত্তরঃ কাপ্তাই বাঁধ
১৬. বদ্বীপ
উত্তরঃ সুন্দরবন
১৭. দ্বীপ
উত্তরঃ ভোলা
১৮. চিড়িয়াখানা
উত্তরঃ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা (ঢাকা)
১৯. সিটি কর্পোরেশন (আয়তনে)
উত্তরঃ গাজীপুর
২০. মসজিদ
উত্তরঃ বায়তুল মোকাররম
২১. পাহাড়
উত্তরঃ গারো পাহাড়
২২. নদী
উত্তরঃ মেঘনা
২৩. উপজাতি
উত্তরঃ চাকমা
২৪. রেলস্টেশন
উত্তরঃ কমলাপুর রেলস্টেশন (ঢাকা)
২৫. জলপ্রপাত
উত্তরঃ মাধবকুণ্ড জলপ্রপাত (মৌলভীবাজার)
২৬. পানি সেচ প্রকল্প
উত্তরঃ তিস্তা প্রকল্প
২৭. নদী বন্দর
উত্তরঃ নারায়ণগঞ্জ
২৮. সমুদ্র বন্দর
উত্তরঃ চট্টগ্রাম সমুদ্রবন্দর
২৯. হ্রদ
উত্তরঃ কাপ্তাই হ্রদ
৩০. বিল
উত্তরঃ চলন বিল
৩১. হাওড়
উত্তরঃ হাকালুকি হাওড় (সিলেট)
৩২. বনভূমি
উত্তরঃ সুন্দরবন