বাংলাদেস হল গরম প্রধান দেশ। গরমকালে এখানে প্রচুর গরম পড়ে। আর গরম হলে আমাদের বাতাসের প্রয়োজন হয়। প্রাকৃতিক বাতাসের পাশাপাশি আমাদের কৃত্রিম বাতাসের প্রয়োজন হয়। সেজন্য আমাদের ফ্যানের দরকার হয়। বাংলাদেস ফ্যান উৎপাদনে স্বাবলম্বী। আমাদের দেশের ফ্যান বিদেশেও রপ্তানি হয়। বাংলাদেশের অনেক কোম্পানি ফ্যান উৎপাদন করে। তার মধ্যে থেকে সেরা ১০ টি ফ্যান কোম্পানির তালিকা নিচে দেওয়া হলঃ
০১. ন্যাশনাল ফ্যান
০২. বি আর বি ফ্যান
০৩. ক্লিক ফ্যান
০৪. গাজী ফ্যান
০৫. যমুনা ফ্যান
০৬. সিঙ্গার ফ্যান
০৭. জি এফ সি ফ্যান
০৮. ওয়ালটন ফ্যান
০৯. মিনিস্টার ফ্যান