Search
Close this search box.

সেরা ১০ টি চাল উৎপাদনকারী দেশ।

বিশ্বব্যাপী প্রায় ১২০ টি দেশে চাল উৎপাদিত হয়, তবে চীন (প্রায় ২১৪ মিলিয়ন টন) এবং ভারত (প্রায় ১৭৩ মিলিয়ন টন) একসাথে বিশ্বব্যাপী উভয় চাল উৎপাদনের ৫০ শতাংশেরও বেশি। বিশ্বের শীর্ষ ২০ টি চাল উৎপাদনকারী দেশের মধ্যে শীর্ষ ১০ এবং ১৩ টির মধ্যে নয়টি দক্ষিণ-পূর্ব এশিয়ায় রয়েছে । এখানে শীর্ষ ১০ টি চাল উৎপাদনকারী দেশের তালিকা দেওয়া হলঃ

০১. চীন

০২. ভারত

০৩. ইন্দোনেশিয়া

০৪. বাংলাদেশ

০৫. ভিয়েতনাম

০৬. থাইল্যান্ড

০৭. মায়ানমার

০৮. ফিলিপাইন

০৯. পাকিস্তান

১০. ব্রাজিল

সোর্সঃ statista.com

আরও পড়ুন  এক নজরে এসএসসি ফিন্যান্স এন্ড ব্যাংকিং এর সকল সূত্র

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top