এবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন দক্ষিণী তারকারা। আর এমনটা দেখে প্রশ্ন উঠেছে, তবে কি বক্স অফিসের প্রভাব কমতে শুরু করল আইপিএলেও? রাশমিকা-তামান্নারা নাচগানে মঞ্চ মাতালেও অনুপস্থিত ছিল বলিউড। শুধু অরিজিৎ সিংয়ের কণ্ঠেই কিছুটা উপস্থিতি, যদিও এই শিল্পী বাঙালি।
গতকাল (৩১ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হলো এই সিজনের আইপিএলের প্রথম খেলা। উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং সুর ধরেছিলেন গুজরাতি গান দিয়ে। তারপর অবশ্য একের পর এক বলিউডের হিট গান গেয়ে মাতিয়ে দিলেন গোটা স্টেডিয়াম।
ইদানীং সিনেমার মতো দক্ষিণী গানগুলোও ভারতজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। তাই তো অনুষ্ঠানে একটুও ছন্দপতন ঘটেনি। উল্টো মাঠের এনার্জি বেড়েছে।
‘পুষ্পা: দ্য রাইজ’-এর বদৌলতে ‘সামি সামি’ এবং ‘ও অন্তভা’র মতো গান এখন গোটা দেশ মাতিয়ে রেখেছে। শেষে রাশমিকা নাচলেন অস্কারজয়ী গান ‘নাটু নাটু’তেও। সঙ্গে নাচলেন পুরো গ্যালারির দর্শক!