Search
Close this search box.

‘সালমান আমার ভাই, উনি আমার জান’

salman

আসন্ন ঈদ উপলক্ষ্যে মুক্তি পাবে সালমান খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। বর্তমানে জোর কদমে চলছে এই ছবির প্রচারণা। প্রোডাকশন হাউজ থেকে অন্তর্জালে একের পর এক গান, টিজার উন্মুক্ত করে ভক্ত-দর্শকদের মাতিয়ে রেখেছে। গতকাল (৮ এপ্রিল) প্রচারণার অংশ হিসেবে একটি টিজার ভিডিও প্রকাশ পেয়েছে।

দীর্ঘ দিন পর নিজের সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন বলিউড ভাইজান। তাই তো ছবিটি ঘিরে ভক্ত-দর্শকের আগ্রহ তুঙ্গে। তাদের সেই অপেক্ষার উত্তেজনা আরও বাড়িয়ে দিলেন ছবিটির কলাকুশলীরা।

টিজার ভিডিওতে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির সহঅভিনেতারা সালমানের প্রশংসা করছেন। এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন শেহনাজ গিল। তিনি বলেন, ‘সালমান আমার ভাই, উনি আমার জান, আমার কাছে তিনি আমার ভাইয়ের মতো।’

ছবিতে সালমানের প্রেমিকার চরিত্রে দেখা যাবে পূজা হেগড়েকে। তার কথায়, ‘মানুষ যখন বাস্তব হন, তখন তিনি সব সময়ই প্রিয় হন, এটাই আসল পৃথিবী। উনি নিজের মনের কথা বলেন, তাই আমি ওনাকে পছন্দ করি।’

আগামীকাল (১০ এপ্রিল) ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ট্রেলার মুক্তি পাবে। এতে সালমান ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ, জগপতি বাবু, জেসি গিল, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, পলক তিওয়ারি, ভূমিকা চাওলা, ভাগ্যশ্রী, অভিমন্যু সিং প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন ফরহাদ সামজি।

আরও পড়ুন  কলকাতায় সালমান খান, টিকেটের দাম ৩ লাখ

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top