অনেক আলোচনা-সমালোচনার পর অবশেষে মিলেছে সেন্সর ছাড়পত্র। ফলে আগামী ১২ মে দেশের হলে মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশার মেগাহিট সিনেমা ‘পাঠান’। ওই দিন থেকে ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে চলবে ভারতীয় এ সিনেমা। এ নিয়ে ইতোমধ্যে শুরু হয়ে গেছে প্রচারণাও।
শুক্রবার (৫ মে) থেকে শুরু হয়েছে অগ্রীম টিকিট বিক্রি। নগরীর সি.কে ঘোষ রোড এলাকায় অবস্থিত হলের গেটের বামপাশে এবং হলটির ভেতরে ঢুকলেই চোখে পড়বে ‘পাঠান’র পোস্টার। বড় অক্ষরে লেখা আগামী ১২ মে ‘পাঠান’-এর শুভমুক্তি।
ছায়াবাণী হল কর্তৃপক্ষের প্রত্যাশা, পাঠান মুক্তির মাধ্যমে দীর্ঘদিনের দর্শকখরা কাটিয়ে আবারও হলমুখী হবেন দর্শকরা। মুক্তির পর অন্তত ১৫ দিন সিনেমা হল হাউসফুল থাকবে, এমনটাই মনে করছেন ছায়াবাণী হল কর্তৃপক্ষের।
পাঠান সিনেমার টিকিটের দাম আগের মতোই থাকবে জানিয়ে ছায়াবাণী সিনেমা হলের ম্যানেজার মো. শফিকুল ইসলামের বলেন, রিয়াল স্টল ৮০ টাকা, ডিসি ১০০ টাকা, ভিআইপি বক্স ও ফ্যামেলি ভিআইপি বক্স ২০০ টাকা করে বিক্রি হবে। তিন ক্লাস মিলে ৮৫০টি আসন রয়েছে।