বিদেশে পড়াশোনা, চিকিৎসা, ভিসা ফি ও তথ্যপ্রযুক্তিসংক্রান্ত খরচ পাঠানো এখন আগের চেয়ে আরও সহজ হলো। বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে অনুমোদিত কিছু খাতে আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফরম ব্যবহার করে বৈদেশিক অর্থ পাঠানোর সুযোগ দিয়েছে দেশের ব্যাংকগুলো।
গতকাল রোববার (৪ মে) জারি করা এই প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফরমের মাধ্যমে এখন থেকে সদস্যপদ ফি, আইটি খরচ, বিদেশে উচ্চশিক্ষা, ভিসা ফি, প্রশিক্ষণের নিবন্ধন ফি এবং চিকিৎসা ব্যয়ের অর্থ বিদেশে পাঠানো যাবে। আগে শুধুমাত্র ব্যাংকের নিজস্ব নামে ইস্যুকৃত কার্ডের মাধ্যমেই এই ধরনের খরচ পাঠানো যেত, যা ছিল অনেক সময়সাপেক্ষ ও জটিল।
নতুন এই ব্যবস্থায় গ্রাহকরা সহজেই ব্যাংকের অনুমোদিত আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফরম ব্যবহার করে বৈদেশিক লেনদেন করতে পারবেন। এর ফলে সময় ও খরচ—উভয়ই সাশ্রয় হবে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, এটি একটি বিকল্প এবং সহজতর রেমিট্যান্স চ্যানেল, যা গ্রাহকের ভোগান্তি কমাবে এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াবে।
বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়ক হবে। ডলারের বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে এই উদ্যোগগুলো। নীতিনির্ধারকরা মনে করেন, ধাপে ধাপে বাজারকে আরও উন্মুক্ত করার মাধ্যমে বৈধ পথে রেমিট্যান্স বৃদ্ধি সম্ভব। এই আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফরম সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
এনআর২৪/এআইএফ