Search
Close this search box.

প্রথম বারের মতো বাজারে আরএফএল এর ই-বাইক

আরএফএল এর ই-বাইক

প্রথম বারের মতো বাজারে আরএফএল এর ই-বাইক। আরএফএল, দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প সংগঠন, গ্রাহকদের সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক বাইসাইকেল (ই-বাইক) দেওয়ার জন্য ইলেকট্রিক বাইসাইকেল চালু করেছে।

আরএফএল গ্রুপের সিইও আরএন পাল আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম দুরন্ত-ব্র্যান্ডের ই-বাইকটি ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় উদ্বোধন করেন।

এই ই-বাইকটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইন-হাউস প্ল্যান্টে তৈরি করা হয়। প্ল্যান্টের বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ৫০০০ ইউনিট।

অনুষ্ঠানে বক্তৃতায় আরএন পাল বলেন যে ঐতিহ্যবাহী সাইকেল এবং মোটরচালিত যানবাহনের ব্যবহারিক এবং পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে ই-বাইক বিশ্বজুড়ে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এটি যাতায়াত, বিনোদন এবং পরিবহনের জন্য একটি অপরিহার্য অনুষঙ্গ হয়ে উঠছে, যা আপনাকে কম শারীরিক চাপ এবং কম পরিবহন খরচ সহ দীর্ঘ দূরত্ব ভ্রমণ করা সম্ভব।

তিনি আরও বলেন, অনেক দেশই পরিবহনের টেকসই মাধ্যম হিসেবে বৈদ্যুতিক বাইকের ব্যবহারকে প্রচার করছে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে, এটি একটি স্বাস্থ্যকর জীবনধারার অংশ এবং জীবাশ্ম জ্বালানির উপর কম নির্ভরতা তৈরি করবে। বাংলাদেশে সম্প্রতি ইলেকট্রিক বাইক চালু হয়েছে এবং দেশের শহরাঞ্চলে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।

e-bike,

এসব প্রেক্ষাপট তুলে ধরে আরএন পাল বলেন, আরএফএল একটি ইলেকট্রিক বাইকের ব্যবসা শুরু করেছে। এই ব্যবসায় প্রবেশের মূল উদ্দেশ্য হল মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে উচ্চ মানের এবং পরিবেশ বান্ধব পণ্য সরবরাহ করা। আমরা ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া আশা করছি। এছাড়া দেশের চাহিদা মিটিয়ে ইলেকট্রিক বাইক রপ্তানির পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন  ওয়াইফাই স্পিড বাড়ানোর উপায় ৭টি

চিফ অপারেটিং অফিসার, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড মাহমুদুর রহমান বলেন, দুরন্ত ই-বাইকের প্রধান বৈশিষ্ট্য হলো এই বাইকে ৩৬ভোল্ট লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা আমাদের নিজস্ব কারখানায় উৎপাদিত হয়। দ্রুতগতির বৈদ্যুতিক বাইকলত২৫ কিমি/ঘন্টা গতিতে চলতে পারে। এক চার্জে এটি সহজছলতে ৪৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। সম্পূর্ণ চার্জ হতে প্রায় ৪-৫ ঘন্টা সময় লাগে।

তিনি আরও বলেন, দুরন্ত ই-বাইক কেনার সময় গ্রাহকরা বৈদ্যুতিক যন্ত্রাংশের ওপর ৬ মাসের ওয়ারেন্টি পাবেন। এছাড়াও, প্রথম ৬ মাসে ক্রেতা চারবার ফ্রি সার্ভিসিং সুবিধা পাবেন।

প্রাথমিকভাবে,১০১ এবং দুরন্ত ই-রাইডার ২০১ নামে দুই মডেলের ই-বাইক বাজারে পাওয়া যাবে। দুরন্ত ই-রাইডার ১০১ মডেলের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ৪২ হাজার টাকা এবং দুরন্ত ই-রাইডার ২০১ মডেলের সর্বোচ্চ খুচরা মূল্য ৫৫ হাজার টাকা। দুরন্ত ই-বাইক দুরন্ত স্পোর্টস গ্যালারী এবং অনুমোদিত ডিলারের মাধ্যমে দেশব্যাপী পাওয়া যাবে।

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top