Search
Close this search box.

এসএসসি ২০২৪ পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল ১১ জুন

একাদশ শ্রেণির দৈনিক পড়ার রুটিন

এসএসসি ২০২৪ ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে ১১ জুন। বৃহস্পতিবার (৩০ মে) আন্তঃশিক্ষা পরিষদ সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যারা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন, তাদের একাদশে আবেদন করতে হবে। বিষয়টি মাথায় রেখে এবং নিয়ম মেনে আমরা নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের পরিকল্পনা করেছি। পরিকল্পনা অনুযায়ী, ১১ জুন সকল শিক্ষা কর্তৃপক্ষ একযোগে পুনঃপরীক্ষার ফলাফল প্রকাশ করবে।

গত ১২ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে গড় পাসের হার ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।

প্রকাশিত ফলাফলে কারও কাঙ্ক্ষিত ফল না এলে তাকে পুনঃনিরীক্ষণের আবেদন বা উত্তরপত্র চ্যালেঞ্জ করার সুযোগ দেয় শিক্ষা বোর্ডগুলো। ফল প্রকাশের পরদিন অর্থাৎ ১৩ মে থেকে পুনঃনিরীক্ষণ আবেদন শুরু হয়, যা চলে ১৯ মে পর্যন্ত।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পুনঃপরীক্ষায় শিক্ষার্থীদের উত্তরপত্র পুনঃমূল্যায়ন করা হয় না। আবেদন করা উত্তরপত্রের চারটি দিক দেখা হয়। সেগুলো হলো- সব প্রশ্নের উত্তরে সঠিকভাবে নম্বর দেওয়া, প্রাপ্ত নম্বর পুনরায় গণনা, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে তোলা এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কি না।

এ চারটি বিষয়টি পুনরায় পরীক্ষা করে পুনঃনিরীক্ষণের ফল দেওয়া হয়। এ জায়গায় কোনো ভুল হলে, তা সংশোধন করে নতুন করে ফল প্রকাশ করা হয়।

ত বছর অর্থাৎ, ২০২৩ সালে এসএসসিতে ঢাকা বোর্ডে উত্তরপত্র চ্যালেঞ্জ করে ফেল থেকে পাস করে ১০৪ জন শিক্ষার্থী। আর নতুন করে জিপিএ-৫ পায় ৩৬২ জন। এছাড়া অন্যান্য গ্রেড পরিবর্তন হয় ৩ হাজার ৮৫ জন শিক্ষার্থীর।

আরও পড়ুন  বাংলাদেশের সেরা ১০ ফ্যান কোম্পানির তালিকা

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top