প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ কক্সবাজার বিমানবন্দরের চলমান নির্মাণকাজ পরিদর্শন করেছেন। তিনি কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমিনুল হাসিব প্রধান উপদেষ্টাকে নির্মাণকাজের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। বেবিচকের পক্ষ থেকে জানানো হয় আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণকাজের ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ এ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
বিমানবন্দরটি চালু হলে প্রতিদিন ৪০ থেকে ৫০টি এয়ারক্রাফট ওঠানামা করতে পারবে। এসময় সামরিক ও বেসামরিক সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে অধ্যাপক ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে কক্সবাজার পৌঁছান।
তারা উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেন এবং প্রধান উপদেষ্টা খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্রও পরিদর্শন করেন।