স্মার্টফোনে বিভিন্ন কাজের জন্য রাখা হয় বিভিন্ন ধরনের অ্যাপ। প্রিবিল্ট হিসেবে একাধিক অ্যাপ তো থাকেই। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও দেখা, অডিও-ভিডিও প্লেয়ার, ফোন মেসেজ দেয়া রয়েছে।
এছাড়া থাকে ভিডিও গেমস। তবে একই কাজের জন্য একাধিক অ্যাপ ব্যবহার ডিভাইসের জন্য ক্ষতিকর। খবর টেকক্রাঞ্চ।
ফোনে থাকা এসব অব্যবহৃত অ্যাপ মুছতে নতুন ফিচার চালু করেছে গুগল। যেটি স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসে থাকা পুরনো ও অপ্রয়োজনীয় অ্যাপ মুছে দেবে। ফিচারটির নাম অটো-আর্কাইভ। এটি থাকায় এখন স্টোরেজ নিয়ে কোনো সমস্যা হবে না।
অটো-আর্কাইভ ফিচারের সাহায্যে, ডিভাইসে জায়গা খালি করার জন্য ব্যবহারকারীকে কোনো অ্যাপ মুছতে হবে না। এ ফিচারটি চালু হওয়ার পর গুগল নিজে থেকেই কম গুরুত্বপূর্ণ অ্যাপটি সরিয়ে ফেলবে ফোন থেকে।