বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এর আগে কোনো বোলার ইনিংসে ৫ উইকেটের বেশি পাননি। শনিবার সে রেকর্ড ভাঙলো। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে এই ফরম্যাটে ৬ উইকেট নেয়ার কীর্তি দেখালেন মোস্তাফিজুর রহমান।
হিউস্টনে আজ মোস্তাফিজের বিধ্বংসী বোলিংয়েই ৯ উইকেটে ১০৪ রানে আটকে যায় যুক্তরাষ্ট্র। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশ পায় ১০ উইকেটের বিশাল জয়।ফিজের দুরন্ত বোলিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলীয় ৭৮ রানে হারিয়ে ফেলেছিল ৫ উইকেট। বল হাতে ঝড় তুলে একাই ৪ উইকেট শিকার করেন মুস্তাফিজ। চার ওভারে রান দেন ২৯।
চেন্নাইয়ের নায়ক বনে গিয়ে বাঁহাতি এ ফাস্ট বোলার পেয়েছেন জোড়া পুরস্কার। ম্যাচসেরার ট্রফির সঙ্গে ফ্যানটাসি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারও ওঠে তার হাতে।মোস্তাফিজ ছাড়াও ১টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, সাকিব আল হাসান এবং রিশাদ হোসেন। মোস্তাফিজের চেয়েও বেশি কৃপণ ছিলেন রিশাদ। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়েছেন তিনি।