Search
Close this search box.

বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩ কোটি ২১ লাখ টাকার টোল আদায়

bb_setu_20240606_204205836

ঈদের ছুটিতে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতুতে তিন কোটি ২১ লাখ ৯৭ হাজার তিনশ টাকার টোল আদায় হয়েছে। ঈদের ছুটিতে মহাসড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে টোল আদায়।

শুক্রবার (১৪ জুন) সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছন।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা যায়, বুধবা‌র (১২ জুন) রাত ১২টার পর হ‌তে বৃহস্প‌তিবার (১৩ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দি‌য়ে ৪০ হাজার ৯০৬‌টি প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে। এতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কো‌টি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা।

সেতু‌তে পারাপার হওয়া প‌রিবহ‌নের ম‌ধ্যে যাত্রীবাসের সংখ‌্যা ছিল ৮ হাজার ৮৪৮, ট্রাক ১২ হাজার ১৮০, ছোট-বড় প‌রিবহন ১৪ হাজার ৮১ ও মোটরসাইকেল ৫ হাজার ৭৯৭‌টি সেতু পারাপার হ‌য়ে‌ছে।

টোল বি‌শ্লেষ‌ণে দেখা গে‌ছে, সেতু পূর্ব টোলপ্লাজা অ‌তিক্রম করা উত্তরবঙ্গগামী প‌রিবহ‌নের সংখ‌্যা বে‌শি হ‌লেও টোল আদায় কম। আবার সেতুর প‌শ্চিম টোলপ্লাজা অতিক্রম করা ঢাকাগামী প‌রিবহ‌নের সংখ‌্যা কম থাক‌লেও ‌টোল আদায় বে‌শি। এতে দেখা গে‌ছে পূর্ব টোলপ্লাজা অতিক্রম ক‌রে‌ছে ২২ হাজার ৬৪৫‌টি প‌রিবহন। এর বিপরী‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ১ কো‌টি ৫৮ লাখ ৮১ হাজার ৪০০ টাকা। আবার সেতুর প‌শ্চিম টোলপ্লাজায় অতিক্রম ক‌রে‌ছে ১৮ হাজার ২৬১‌টি প‌রিবহন। এতে টোল আদায় হ‌য়ে‌ছে ১ কো‌টি ৬৩ লাখ ১৫ হাজার ৯০০ টাকা।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ঈদে কর্মস্থল ছুটি হওয়ার কারণে মহাসড়‌কে যানবাহনের সংখ‌্যা বৃদ্ধি পাচ্ছে। এতে টোল আদায় বাড়‌ছে সেতু‌তে।
তিনি আরও বলেন, যানজট নিরসনে সেতুর উভয় অংশে ৯টি করে ১৮ টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন  ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top