Search
Close this search box.

সৌদি আরব ৮০ শতাংশ কমাল ভারতীয়দের হজ কোটা

হজ, কাবা শরীফ, মক্কা, মদিনা

সৌদি আরব ভারতীয়দের জন্য বেসরকারি হজ কোটা ৮০ শতাংশ কমিয়ে দিয়েছে। ১২ এপ্রিল, ২০২৫ তারিখে এ সিদ্ধান্তটি নেয়া হয়। জম্মু ও কাশ্মিরের বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এবং সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি উভয়েই সৌদির এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভারত সরকারের প্রতি সৌদি কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগের আহ্বান জানিয়েছেন।

ওমর আব্দুল্লাহ রবিবার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বলেন, “সৌদি সরকারের এই পদক্ষেপের ফলে এ বছর হাজার হাজার ভারতীয় মুসলিমের হজযাত্রা গুরুতর অনিশ্চয়তার মধ্যে পড়েছে।” তিনি আরও বলেন, এটি ৫২ হাজারের বেশি ভারতীয় হজযাত্রীর জন্য এক বিরাট সমস্যা সৃষ্টি করেছে যারা ইতোমধ্যে হজের জন্য সব ধরনের পেমেন্ট পরিশোধ করেছেন।

এই সিদ্ধান্তের পেছনের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ভারতের কেন্দ্রীয় সরকারও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, এবং তারা এ সম্পর্কে কোনও কার্যকর পদক্ষেপ নিয়েছে কিনা, তা এখনও অজানা।

প্রতি বছর লাখ লাখ ভারতীয় মুসলিম হজ পালনের জন্য সৌদি আরবে যান। সৌদি সরকার এই যাত্রীদের জন্য সরকারি এবং বেসরকারি উভয় ধরনের কোটা ব্যবস্থা রেখেছে। তবে ভারতীয়দের জন্য বেসরকারি কোটা কমিয়ে দেয়া হলেও সরকারি কোটা অপরিবর্তিত রয়েছে।

হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং প্রতিটি সক্ষম মুসলিমের জন্য জীবনে একবার হজে যাওয়া ফরজ।

আরও পড়ুন  ভারতে লোকসভা নির্বাচনে ২৫৭ আসনে এগিয়ে বিজেপি জোট

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top