আসছে গরম আর এর সাথে বাড়বে ছারপোকার উপদ্রব। ছারপোকা তাড়ানোর উপায় না জালনে আপনার রাতের ঘুম হারাম। বাঙালি ছারপোকা দেখে হাড়ে হাড়ে ভয় করে । অবশ্য ভয় পাওয়ার কারণ আছে বটে।
রাতের ঘুম হারাম করার জন্য এই ছোট একটা পোকাই যথেষ্ট। ছারপোকা তাড়ানোর অনেক উপায় অবলম্বন করেও যদি কাজ না হয়ে থাকে তাহলে আজকের এই পোস্ট আপনার জন্য। আজকে এই পোস্টের মাধ্যমে এই পোকা চিরতরে তাড়ানোর উপায় জানতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাকঃ
Table of Contents
Toggleছারপোকা তাড়ানোর উপায়
ন্যাপথলিন
ঘরের ছারপোকা তাড়াতে ন্যাপথলিন খুবই কার্যকর। পোকাটি তাড়াতে অন্তত মাসে দুবার ন্যাপথলিন গুঁড়ো করে বিছানাসহ উপদ্রবপ্রবণ স্থানে ছিটিয়ে রাখুন। দেখবেন ঘরে ছারপোকা হবে না।
আসবাবপত্র ও লেপ-তোশক রোদে দিন
ছারপোকা বেশি উত্তাপ সহ্য করতে পারে না। তাই ঘরের বিছানা, তোশক, লেপ, বালিশ কয়েক দিন পরপর রোদে দিন। বিছানার চাদর অন্তত সপ্তাহে একবার পরিবর্তন করুন। খাটকে দেয়ালের সঙ্গে একেবারে না লাগিয়ে একটু ফাঁকা করে রাখুন।
কেরোসিনের প্রলেপ
ছারপোকা তাড়াতে মাঝে মাঝে আসবাবপত্রে কেরোসিনের প্রলেপ দিন। এতে ছারপোকা সহজেই পালাবে।
স্প্রে করুন
ঘরের যে স্থানে ছারপোকার বাস, সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন। দুই থেকে তিন দিন এভাবে স্প্রে করার ফলে ছারপোকা আপনার ঘর ছেড়ে পালাবে।
অ্যালকোহল
আপনার ঘরের ছারপোকা তাড়াতে অ্যালকোহল ব্যবহার করতে পারেন। ছারপোকাপ্রবণ জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করে দিন, দেখবেন ছারপোকা মরে যাবে।
বিছানা দেয়াল থেকে দূরে রাখুন
ছারপোকার হাত থেকে রেহাই পেতে আপনার বিছানা দেয়াল থেকে দূরে স্থাপন করুন। শোয়ার আগে ও পরে বিছানা ভালো করে ঝেড়ে ফেলুন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন।
সর্বশেষ, এই পদ্ধতি গুলো নিয়মিত অর্থাৎ ১সপ্তাহের মতো ব্যবহার করুন দেখবেন ছারপোকা আপনার বাসা থেকে চিরতরে পালিয়েছে। এছাড়াও বাজারে ছারপোকা মারার ঔষধ পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন তবে সেগুলোর বেশিরভাগ কাজ করে না।