Search
Close this search box.

কলকাতায় দল রেখে ঢাকায় কেন অধিনায়ক সাকিব আল হাসান?

Sakib al Hasan

গতকাল মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৯ রানে হেরেছে বাংলাদেশ দল। রাতে হারের সেই ক্ষত না শুকাতেই দুপুরে মুম্বাই ছেড়ে কলকাতা এসেছে বাংলাদেশ দল। তবে দলের সাথে কলকাতায় যাননি অধিনায়ক সাকিব আল হাসান। মুম্বাই থেকে সরাসরি আজ বুধবার সকালে বাংলাদেশে এসেছেন তিনি।

দল ছেড়ে ঢাকায় এসেছেন সাকিব আল হাসান

হঠাৎ দলের কোচিং প্যানেল রেখে ঢাকায় আসার কারণ সাকিব ছুটেছেন তার ছোট বেলার কোচের কাছে। বিকেএসপিতে থাকাকালীন নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে গড়ে উঠে সক্ষ্যতা। যে কারণে ফাহিমের সঙ্গে কাজ করতেই ঢাকায় সাকিব। দুপুরে মিরপুরের ইনডোরের কাজ করেছেন বেশ অনেকক্ষণ। আর দেশে ফিরেছেন কোনো ব্যক্তিগত কাজে নয়। একেবারে ক্রিকেট নিয়ে কাজেই এসেছেন সাকিব। বিশ্বকাপে ৪ ম্যাচে ব্যাট করে খুব একটা সুখকর অবস্থায় নেই টাইগার অধিনায়ক। দলের বাজে অবস্থার সাথে বাজে অবস্থায় তার ব্যাটিংও। যে কারণে ব্যাটিং নিয়ে কাজ করতে ঢাকা এসেছেন সাকিব।

ইনজুরির কারণে এক ম্যাচ না খেললেও বাকি ম্যাচগুলোতে তার পারফর্ম্যান্স ঠিক সাকিব-সুলভ না। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে টাইগার দলপতি করেছেন মোটে ৫৬ রান। আর বল হাতে নিয়েছেন ৬ উইকেট।

অধিনায়ক সাকিব যেমন মলিন, তেমনি মলিন বাংলাদেশও। বিশ্বকাপের ৫ ম্যাচ খেলে মাত্র ১টি জয় সম্বল সাকিবদের। সেমিফাইনালের স্বপ্নটাও দিনে দিনে কঠিন হয়ে উঠছে টাইগারদের জন্য।

বিশ্বকাপের ৫ম রাউন্ডের খেলা চলছে। যেখানে খুব একটা ভাল অবস্থানে নেই বাংলাদেশ। পাঁচ ম্যাচের মাঝে এখন পর্যন্ত কেবল এক ম্যাচেই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। দলের বড় তারকা সাকিব আল হাসানের ব্যাটেও আছে রানখরা। ছন্দ হারিয়েছে পুরো দলই। আর এমন অবস্থান্য ফিকে হয়ে এসেছে বিশ্বকাপের স্বপ্নটাও।

সূত্র: ঢাকা পোস্ট

আরও পড়ুন  অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের, সিরিজ জিতল ইংল্যান্ড

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top