Search
Close this search box.

ভুল করে মুছে ফেলা ফাইল মেমোরি কার্ডে যেভাবে সফটওয়ার এর সাহায্যে রিকভারি করবেন

মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার

আপনার কি মেমোরির তথ্য সমূহ হারিয়ে গিয়েছে? আপনি কি মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার সম্পর্কে জানতে চান? প্রতিটি দিন মূল্যবান, প্রতিটি স্মৃতি মূল্যবান। আজ যা করবেন, এক সময় তাই অতীত। অতীতের পাতায় জমে থাকে, এমন বহু মূল্যবান স্মৃতি। স্মৃতিসমূহ মানুষ চায় সংরক্ষণ করে তার ব্যক্তিগত সংগ্রহ হিসেবে রেখে দিতে। সেই স্মৃতি সংরক্ষণের তাগিদে মানুষ ব্যবহার করে থাকে মোবাইল ফোন, ক্যামেরা,ল্যাপটপ সহ নানা ধরণের ইলেকট্রনিক ডিভাইস। আমরা আমাদের হারিয়ে যাওয়া স্বৃতি, অতীতের সুন্দর স্মৃতিসমূহ সংরক্ষণ করে থাকি আমাদের ব্যবহৃত মোবাইল ফোন কিংবা ক্যামেরার মাধ্যমে।

স্মৃতিসমূহ কোন এক সময় আমাদের সামনে বাস্তবেএসে ধরা দেয় এই সব ডিভাইসের মাধ্যমে। আমাদের পছন্দের এই সকল ডিভাইসে আমরা কি জানি কোথায় আমাদের প্রয়োজনীয় সকল তথ্যাদি ডাটা কিছু সংরক্ষণ করে থাকে? মূলত আমাদের মোবাইল ফোন কিংবা ক্যামেরা দিয়ে আমরা যা কিছু ছবি, ভিডিও তুলে সংরক্ষণ করে থাকি ম্যামোরি কার্ডের মাধ্যমে। চলুন জেনে নিই মেমোরি কার্ড কি?

মেমোরি কার্ড কি?

মেমোরি কার্ড যে কোনো ধরনের গ্যাজেট এর প্রাণকেন্দ্র স্বরূপ। মেমোরি কার্ড এক ধরণের ইলেক্ট্রনিক কার্ড কিংবা ইলেক্ট্রনিক চিপ। মূলত কোন ধরণের ডিভাইসের ক্ষেত্রে ডাটা স্টোরেজ চিপ হল মেমোরি কার্ড। আকৃতিতে এরা তুলনামূলক এতটাই ছোট হয় যে,যেকোনো ধরণের ডিভাইসের ক্ষেত্রে খুব সহজে ব্যবহার করা যায় এটিকে।

এটি খুব রিডেবল তাই ডিভাইসের ডাটা স্টোরেজ এর ক্ষেত্রে কোন ধরণের সমস্যা হয় না। এটি শুধুমাত্র ডাটা স্টোরেজ করার জন্য ব্যবহৃত হয় ডাটাকে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর করার ক্ষেত্রে বেশ ব্যবহার করা হয়ে থাকে। আবার মেমোরি কার্ডে কোনো সমস্যা বা গুরুত্বপূর্ন কোনো কিছু মুছে গেলে মেমোরি কার্ড রিকভারি করার প্রয়োজন পরে তাই, আজকে আপনাদের জানাবো কিভাবে মেমোরি কার্ড রিকভারি করবেন এমন কিছু স্টওয়্যার এর মাধ্যমে।

আরও পড়ুন  বাংলাদেশের সেরা ১০ জন ইউটিউবার

মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার

মেমোরি কার্ড আমাদের সকলের ক্ষেত্রে ব্যবহৃত খুব গুরুত্বপূর্ণ একটি কার্ড। এই কার্ডে এ আমাদের গুরুত্বপূর্ণ অনেক তথ্য সংরক্ষণ করা হয়ে থাকে। কোন কারণে মেমোরি কার্ডের কোন ধরণের তথ্য হারিয়ে গেলে কিংবা মুছে গেলে আপনার বেশ সমস্যার সম্মুখীন হতে হয়।

কিন্তু যদি সেই মুছে যাওয়া তথ্যাদি সমূহ আপনি পুনরায় পেয়ে যান তাহলে কেমন হয় ব্যাপারটা একবার ভেবে দেখেনতো? জি হ্যাঁ ,ঠিক শুনেছেন। আপনি চাইলে আপনার মেমোরি কার্ডের হারিয়ে যাওয়া তথ্যসমূহ খুব সহজে রিকোভার করতে পারবেন। মেমোরি কার্ড থেকে হারিয়ে যাওয়া তথ্যাদি আপনি পুনরায় ফেরত পেতে পারেন মেমোরি কার্ড রিকোভারি সফটওয়্যারারের মাধ্যমে। এখানে বেশ কিছু মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো:- 

মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার ২০২৩

সবচেয়ে মজার বিষয় হলো আপনি এই সফটওয়ার গুলো খুব সহজেই প্লে স্টোরে বিনামূল্যে পেয়ে যাবেন।

১। Memory Card Data Recovery Help 

২। Memory Card Recovery & Repair Help

উপরের দুইটি সফটওয়ার দিয়ে খুব সহজেই আপনি মেমোরি কার্ড রিকভারি করতে পারবেন, তবে এখানে কিছু শর্ত আছে যেমন আপনি যদি পার্মানেটলি মুছে ফেলার পর সেই ফোল্ডারে নতুন কোনো কিছু ডাউনলোড করেন তাহলে মুছে ফেলা ফাইল গুলো আর রিকভারি হবে না।

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top