বিলাসী গল্পের mcq ও সৃজনশীল প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চই বিলাসী গল্প সম্পর্কে পড়েছ, আজকে আমরা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু mcq এবং বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর সম্পর্কে জানিয়ে দিব, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খবই বেশি। বিলাসী গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চলো শুরু করি আজকের পাঠ “বিলাসী গল্পের mcq ” এবং সৃজনশীল প্রশ্ন এর উত্তর।
বিলাসী গল্পের mcq
১. ‘বিলাসী’ গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লিগ্রামে তাদের শতকরা কতভাগকে বিদ্যার্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয়?
ক. ৪০ ভাগকে
খ. ৬০ ভাগকে
গ. ৮০ ভাগকে
ঘ. ১০০ ভাগকে
২. ন্যাড়ার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে?
ক. এক ক্রোশ
খ. দুই ক্রোশ
গ. তিন ক্রোশ
ঘ. চার ক্রোশ
৩. ‘কামস্কাট্কার’ রাজধানীর কথা কোন গল্পে উল্লেখ আছে?
ক. অপরিচিতা
খ. একটি তুলসী গাছের কাহিনী
গ. আহ্বান
ঘ. বিলাসী
৪. ‘সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়’ -উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
ক. বিশ্বাস
খ. ব্যঙ্গ
গ. বিস্ময়
ঘ. হতাশা
৫. মৃত্যুঞ্জয়ের কীসের বাগান ছিল?
ক. আম-কাঁঠালের
খ. কলা-আনারসের
গ. পেয়ারা-লিচুর
ঘ. আপেল-কমলার
৬. মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?
ক. ভাইপোর নানাবিধ দুর্নাম করা
খ. ভাইপোর নানাবিধ সুনাম করা
গ. ভাইপোর সঙ্গে ঝগড়া করা
ঘ. ভাইপোর নানাবিধ সেবা করা
৭. ‘উপরের আদালতের হুকুমে’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
ক. হাইকোর্টের নির্দেশে
খ. জজকোর্টের নির্দেশে
গ. স্রষ্টার নির্দেশে
ঘ. খুড়ার নির্দেশে
৮. মৃত্যুঞ্জয় শয্যাগত প্রায় কতদিন?
ক. এক মাস
খ. দেড় মাস
গ. দুই মাস
ঘ. আড়াই মাস
৯. যমরাজ মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারেনি কেবল কার জোরে?
ক. বিলাসীর
খ. ন্যাড়ার
গ. বুড়ো মালোর
ঘ. মৃত্যুঞ্জয়ের
আরও পড়ুনঃ আমার পথ mcq বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১০. মৃত্যুঞ্জয়কে সেবাযত্ন করে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছে কে?
ক. বিলাসী
খ. খুড়া
গ. ন্যাড়া
ঘ. বুড়ো মালো
বিলাসী গল্পের mcq প্রশ্ন ও উত্তর |
১১. কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস?
ক. ঘরে বাইরে
খ. রাজসিংহ
গ. চোখের বালি
ঘ. শ্রীকান্ত
১২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন?
ক. ১৮ বছর
খ. ২১ বছর
গ. ২৩ বছর
ঘ. ২৪ বছর
১৩. মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে কিসের বালাই নেই?
ক. কুটুমের
খ. প্রাচীরের
গ. সাজ-সজ্জার
ঘ. আভিজাত্যের
১৪. সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যাবসা কোনটি?
ক. সাপ খেলা
খ. তাবিজ বিক্রি
গ. শিকড় বিক্রি
ঘ. মন্ত্র সেখান
১৫. ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ত?
ক. ফার্স্ট ক্লাসে
খ. থার্ড ক্লাসে
গ. ফোর্থ ক্লাসে
ঘ. সেকেন্ড ক্লাসে
১৬. ‘ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পাড়িলাম’ -উক্তিটি কোন রচনার অন্তর্গত?
ক. অপরিচিতা
খ. বিলাসী
গ. আমার পথ
ঘ. মাসি-পিসি
১৭. “বিলাসী” গল্পে বিলাসী কোন শ্রেণীর ছিল?
ক. উচু
খ. নিচু
গ. মাধবিত্ত
ঘ. নিম্ন
১৮. সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডি.লিট ডিগ্রি প্রদান করে?
ক. ১৯৩৩ সালে
খ. ১৯৩৪ সালে
গ. ১৯৩৬ সালে
ঘ. ১৯৩৫ সালে
১৯. ‘গৃহদাহ’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. জহির রায়হান
২০. শরৎচন্দ্রের কৃতিত্ব কোন ক্ষেত্রে?
ক. উচ্চ মধ্যবিত্তের জীবন চিত্রণে
খ. মধ্যবিত্ত শ্রেণির জীবন চিত্রণে
গ. উচ্চবিত্ত শ্রেণির জীবন চিত্রণে
ঘ. অন্ত্যজ শ্রেণির মানুষের জীবন চিত্রণে
বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর
সৃজনশীল প্রশ্ন ১: একই স্কুলে পড়ার সুবাদে রফিক ও ফরিদের বনন্ধুক্ব। ধনাঢ্য ঘরের ছেলে হলেও রফিক সকলকেই আপন করে নিত। ফরিদ কতদিন যে রফিকের টিফিনে ভাগ বসিয়েছে তার হিসেব নেই। তারপর কর্মক্ষেত্রে প্রবেশ করায় তাদের দেখা হয় নি অনেক দিন। একদিন ফরিদ হঠাৎ জানতে পারে রফিকের অসুস্থতার কথা। পুরনো দিনের কথা মনে করে স্মৃতিকাতর হয়ে পড়ে ফরিদ; ছুটে যায় রফিকের কাছে। জানতে পারে রফিকের জীবনের আরও করুণ অধ্যায়।
ক. ‘যমরাজ’ শব্দটির অর্থ কী?
খ. ‘মেয়ে মানুষ জিজ্ঞাসা করে, ভয় করবে না তো।’- উক্তিটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ফরিদের সাথে ‘বিলাসী’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে এবং তুমি কেন সাদৃশ্যপূর্ণ মনে কর?
ঘ. উদ্দীপকে ‘বিলাসী’ গল্পের আংশিক প্রতিফলন ঘটেছে।- মন্তব্যটির যথার্থতা বিচার কর।
সৃজনশীল প্রশ্ন ২ : মুসলমান বন্ধুর বাড়িতে ভাত খাওয়ায় অপরাধ করে ভরত। এ ব্যাপারে বিধান দেওয়ার জন্য জমিদার শশাংক ন্যায়রত্ব রামনিধি চট্টোপাধ্যাকে নির্বাচন করেন। ন্যায়রত্ব সমাজপতিদের বৈঠকে ভরতের সমস্যার সাথে সম্পর্কহীন কিছু কাহিনী বলে চোখ বন্ধ করেন। কিছুক্ষণ পর চোখ খুলে বলেন, ভরতের সর্বনিম্ন শাস্তি সমাজচ্যুতি। তার সাথে যারা বসবাস করে তারাও সমাজচ্যুত।
ক. কোন যুগকে কলি যুগ বলা হয়?
খ. ‘তাহার বয়স আঠারো কি আঠাশ ঠাহর করিতে পারিলাম না কেন? বুঝিয়ে লেখ।
গ. অনুচ্ছেদে লঘু পাপের যে গুরু শাস্তি তা ‘বিলাসী’ গল্পের কোন ঘটনাকে মনে করিয়ে দেয়? তা তুলে ধর।
ঘ. অনুচ্ছেদের এবং ‘বিলাসী’ গল্পের সমাজপতিদের ধর্মরক্ষার কঠোর বিধান মানবধর্মের পরিপন্থি। ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : গৌরাঙ্গ রায় উদার মানবিকতায় বিশ্বাসী হলেও সমাজের প্রচলিত সংস্কারকে উপেক্ষা করার মতো চারিত্রিক দৃঢ়তা তার ছিল না। কিছুদিন পূর্বে তার গ্রামের গোঁড়া হিন্দুরা এক কিশোরী মেয়েকে মৃতপ্রায় কুলীন বরের সঙ্গে জোর করে বিয়ে দেয়। গৌরাঙ্গ রায় কাজটিকে মন থেকে সমর্থন না করলেও সেদিন তিনি গোঁড়াদের সঙ্গেই ছিলেন।
ক. সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসায় কোনটি?
খ. ‘গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম’ বুঝিয়ে লিখো।
গ. উদ্দীপকের গৌরাঙ্গের সঙ্গে ‘বিলাসী’ গল্পের ন্যাড়ার কীভাবে সাদৃশ্য রয়েছে? আলোচনা করো।
ঘ. “ধর্মীয় গোঁড়ামি মানুষের সহজাত বিকাশের অন্তরায়।” উদ্দীপক ও ‘বিলাসী’ গল্পের আলোকে মন্তব্যটি বিচার করো।
3 thoughts on “এক নজরে বিলাসী গল্পের mcq ও সৃজনশীল প্রশ্নের উত্তর”
Pingback: এক নজরে আঠারো বছর বয়স কবিতার mcq (PDF) উত্তরসহ – নিউজরুমস২৪
Pingback: যে কয়েকটি সেরা রোমান্টিক উপন্যাস সবার পড়া উচিত – নিউজরুমস২৪
Pingback: বিলাসী গল্পের mcq প্রশ্নের উত্তর - Amar Sikkha